৪ জন শিশুর মা, ম্যাগডালেনা মুকুটুয় ভ্যালেন্সিয়ার মৃতদেহ উদ্ধার করার পরেই শিশুগুলিকে খুঁজে বের করতে তৎপর হয় সেনাবাহিনী।
মে মাসের ১ তারিখে কলম্বিয়া থেকে উড়ে আমাজনের গভীর জঙ্গলে ভেঙে পড়েছিল একটি ছোট যাত্রীবাহী বিমান। যার ভেতরে নিজের মায়ের সঙ্গে ভ্রমণে বেরিয়েছিল ৪ জন শিশুও। বিমান ভেঙে পড়ার পর তরিঘড়ি উদ্ধারকাজে নেমেছিল কলম্বিয়ার সেনাবাহিনী। সঙ্গে তল্লাশি চালাচ্ছিল সেই দেশের প্রশিক্ষিত ডগ স্কোয়াডও। ভাঙা প্লেনের স্থান থেকে উদ্ধার হয় ৪ শিশুর মা এবং পাইলট ও আরও একজনের দেহ। কিন্তু নিখোঁজ ছিল ৪ শিশু। যাদের বয়স মাত্র ১৩, ৯, ৪ এবং ১ বছর।
৪ জন শিশুর মা, ম্যাগডালেনা মুকুটুয় ভ্যালেন্সিয়ার মৃতদেহ উদ্ধার করার পরেই ওই শিশুদের খুঁজে বের করতে তৎপর হয় সেনাবাহিনী। ম্যাগডালেনার সাথে আরও দুই প্রাপ্তবয়স্ক যাত্রী ওই দুর্ঘটনায় নিহত হন, তাঁরা ছিলেন পাইলট হার্নান্দো মুরসিয়া মোরালেস এবং ইয়ারুপারি আদিবাসী নেতা হারমান মেন্ডোজা হার্নান্ডেজ। চার শিশুর বয়স খুবই কম থাকায় অত ঘন জঙ্গলের মধ্যে তারা কোথায় গেল, সেই চিহ্নমাত্র না দেখতে পেয়ে দুশ্চিন্তায় পড়ে যায় দেশের প্রশাসন।
কিন্তু, অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল প্রায় ৪০ দিন পর। এক মাসেরও বেশি সময় পরে অ্যামাজনের ভয়ঙ্কর জঙ্গলের ভেতরে তল্লাশি চালিয়ে খুঁজে পাওয়া গেল কলম্বিয়ার ৪ শিশুকে। এদের মধ্যে লেসলি জ্যাকবোম্বায়ার মুকুতুয়ের বয়স ১৩ বছর। সোলেনি জ্যাকবোম্বায়ার মুকুটুয়ের বয়স ৯ বছর। তিয়েন রানোক মুকুটুয়ের বয়স ৪ বছর এবং ক্রিস্টিন রনোক মুকুটুয়ের বয়স মাত্র ১ বছর। এত ছোট ছোট শিশুরা কীভাবে অ্যামাজনের ভয়াবহ জঙ্গলের মধ্যে এতদিন ধরে বেঁচে রইল, সেটা ভীষণ অবিশ্বাস্য ব্যাপার। তবে, এই ঘটনায় স্বাভাবিকভাবেই নিশ্চিন্ত হয়েছে দেশের মানুষ।
ঘটনার ছবি দিয়ে কলম্বিয়ার সেনাবাহিনীর তরফে টুইট করে নিশ্চিন্তি প্রকাশ করেছে কলম্বিয়ার সেনাবাহিনী। ‘সারা দেশের জন্য আনন্দের ঘটনা!’ উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। ৪ শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে এই শিশুরা অপুষ্টিতে ভুগছে। এদেরকে কোনও জীবজন্তু কামড়ে দিয়েছে। তবে, এদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক নয়। বর্তমানে প্রত্যেককে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
আরও পড়ুন-
Odisha Train Accident: চাপ চাপ রক্ত আর লাশের স্তূপ! ছাত্র-শিক্ষকদের ভয়ে ভেঙে ফেলা হল ওড়িশার বাহানাগা স্কুল
Weather News: উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ, শনিবার কেমন থাকবে বাংলার আবহাওয়া?
Mumbai Mira Road News: রান্নাঘরে ৩ বালতি রক্ত! ৩২ বছর বয়সী সঙ্গিনীকে নিজের 'মেয়ের চোখে' দেখতেন মনোজ?