ভিখারি হতে বসেছে বাংলাদেশ-পাকিস্তান!দেউলিয়া হতে চলেছে কোন কোন দেশ? ভারত নিয়েও ভয়াবহ রিপোর্ট ফাঁস

দেউলিয়া হওয়ার দরজায় দাঁড়িয়ে রয়েছে শতাধিক দেশ। বিশ্ব অর্থনীতির এ হেন ‘করুণ’ দশা কেন! বাংলাদেশ-পাকিস্তান নিয়ে কার্যত ঘটিহারা ইতিমধ্যেই! দেউলিয়া হতে বসেছে আর কোন কোন দেশ! ভারতের কী পরিস্থিতি? জানুন

Parna Sengupta | Published : Nov 27, 2024 10:49 AM IST / Updated: Nov 27 2024, 04:28 PM IST
110

খাদ্যের জন্য হাহাকার, দেউলিয়া হওয়ার মুখে শতাধিক দেশ! বিশ্ব ব্যাঙ্কের রিপোর্টে নাম আছে ভারতের? ইতিমধ্যেই ভয়াবহ তালিকা প্রকাশ করেছে বিশ্ব ব্যাঙ্ক। দেখে নিন।

210

কোথাও এক টুকরো রুটির আকাশছোঁয়া দাম! কোথাও আবার পেট্রল কিনতে নাভিশ্বাস উঠছে আমজনতার।

310

সব মিলিয়ে পরিস্থিতি মোটেও সুবিধার নয়! রাষ্ট্রসঙ্ঘের দাবি, যে কোনও দিন কোষাগার শূন্য হতে পারে দুনিয়ার অন্তত ৫০টি রাষ্ট্রের।

410

বিশ্ব ব্যাঙ্ক আবার এই তালিকায় রেখেছে ১০৪টি দেশের নাম। এর মধ্যে অধিকাংশ আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া হলেও দেউলিয়া হওয়ার খাঁড়া ঝুলছে বেশ কয়েকটি উন্নত দেশের ওপরেও।

510

কোনও দেশের বৈদেশিক অর্থভান্ডার ফুরিয়ে গেলে তার কপালে জোটে দেউলিয়ার তকমা। দ্বিতীয়ত, এই রাষ্ট্রগুলির নিজস্ব কোষাগারে থাকে না একটা টাকাও।

610

কারা কারা এই তালিকায়- ২০২২ সালে সবার প্রথমে নিজেদের দেউলিয়া ঘোষণা করে শ্রীলঙ্কার সরকার। ওই ঘটনার কিছু দিনের মধ্যেই প্রায় একই পরিস্থিতি হয় নেপালের।

710

তালিকায় নাম রয়েছে পেরু, তিউনিশিয়া, দুই সুদান, লেবানন, ঘানা, কেনিয়া, আর্জেন্টিনা, মিশর এবং তুরস্কের। বিশ্ব ব্যাঙ্কের মতে, ভাঁড়ে মা ভবানী দশা প্রতিবেশী পাকিস্তান ও বাংলাদেশেরও।

810

বিশ্ব ব্যাঙ্ক এবং রাষ্ট্রপুঞ্জের দেউলিয়া হতে চলা দেশগুলির তালিকায় নাম নেই ভারতের। তবে এখানকার অধিকাংশ রাজ্যের ঋণের অঙ্ক দ্রুত গতিতে বাড়ছে, যা নয়াদিল্লিকে দেউলিয়া হওয়ার দিকে ঠেলে দিতে পারে।

910

বর্তমানে মহারাষ্ট্র এবং গুজরাত ছাড়া কোনও রাজ্যের ঋণ নিয়ন্ত্রণের মধ্যে নেই। বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রকের চিন্তা বেড়েছে বলে সূত্র মারফত মিলেছে খবর।

1010

আর্থিক বিশ্লেষকেরা জানিয়েছেন, মুদ্রাস্ফীতির হার সাত শতাংশ বা তার বেশি হলেই সংশ্লিষ্ট দেশ বড় সঙ্কটের মুখে পড়তে পারে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos