ফোন কেড়ে নেওয়ায় আক্রোশ! বাবা, মা, বোনকে একসঙ্গে খুন করল ১৬ বছরের কিশোর

Published : May 25, 2024, 08:29 AM ISTUpdated : May 25, 2024, 08:30 AM IST
Murder

সংক্ষিপ্ত

ফোন কেড়ে নেওয়ায় আক্রোশ! বাবা, মা,বোনকে খুন করল ১৬ বছরের কিশোর

ফোন কেড়ে নেওয়ায় আক্রোশ!বাবা, মা,বোনকে খুন করল ১৬ বছরের কিশোর। ব্রাজিলের সাও পাওলোর ঘটনা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত করছে ব্রাজিল পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে সাও পাওলোর নিরাপত্তা মন্ত্রণালয়।

কিশোরের বয়ান অনুযায়ী জানা গিয়েছে, প্রথমে নিজের বাবাকে গুলি করে খুন করে সে। খুনের সময় বাড়ির দোতলায় ছিল তার বোন। পরে দোতলায় গিয়ে বোনকেও খুন করে ওই কিশোর। বাবা ও বোনকে মারার সময় অভিযুক্তের মা বাড়িতে ছিল না। পরে মা ফেরার পরে তাকেও খুন করে এই ১৬ বছরের কিশোর।

সবাইকে খুন করার পরে তিনধরে সেই মৃতদেহ আগলে রাখে সেই কিশোর। পরে নিজেই পুলিশকে ফোন করে খুনের কথা জানায় অভিযুক্ত। জানা গিয়েছে অভিযুক্ত কিশোরকে দত্তক নিয়েছিল তার পরিবার। জানা যায়, কোনও বিষয় নিয়ে বাবা মায়ের সঙ্গে তর্ক-বিতর্ক লাগে তার। পরে তার ফোন কেড়ে নেওয়া হয়। মোবাইল ফোনের প্রতি অতিরিক্ত আসক্ত থাকার কারণে আক্রশে নিজের পরিবারের সকলকেই খুন করে কিশোর। অবশ্য তার কোনও মানসিক সমস্যা রয়েছে কি না সে বিষয়ও খতিয়ে দেখছে পুলিশ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

পৃথক সিন্ধুদেশ গঠনের দাবিতে উঠল স্লোগান, ঘরে-বাইরে চাপে শাহবাজ সরকার
তাইওয়ানের চারপাশে ফের চিনা সামরিক বিমান! ঘুরতে দেখা গেল যুদ্ধজাহাজও