Pakistan: ভারতীয়দের অপহরণ করে মুক্তিপণ দাবি, তুরস্ক-কম্বোডিয়ায় গ্রেফতার ৫ পাকিস্তানি

Published : May 22, 2024, 06:51 PM ISTUpdated : May 22, 2024, 07:48 PM IST
kidnap

সংক্ষিপ্ত

সারা বিশ্বেই জঙ্গি কার্যকলাপ, অপরাধের জন্য কুখ্যাত পাকিস্তানিরা। বিদেশে ভারতীয়দের উপরেও হামলা চালাচ্ছে পাকিস্তানিরা। সম্প্রতি তুরস্ক ও কম্বোডিয়ায় মারাত্মক ঘটনা দেখা গিয়েছে।

তুরস্কে থাকা এক ভারতীয়কে অপহরণ করে পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবি করার অভিযোগে গ্রেফতার হল তিন পাকিস্তানি। একই সময়ে কম্বোডিয়ায় দুই ভারতীয়কে অপহরণ করে ৩ সপ্তাহ আটকে রেখে মুক্তিপণ চাওয়ার অভিযোগে গ্রেফতার হল দুই পাকিস্তানি। এই দু'টি ঘটনার মধ্যে সংযোগ আছে কি না, সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে। ধৃত পাকিস্তানিদের জেরা করা হচ্ছে। তাদের সঙ্গে কোনও জঙ্গি সংগঠনের যোগ আছে কি না খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই দু'টি ঘটনার পরিপ্রেক্ষিতে বিদেশে থাকা ভারতীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ভারত-পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে। এবার সরাসরি ভারতীয়দের আক্রমণ করছে পাকিস্তানিরা। এই ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।

২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি

তুরস্কের পুলিশ জানিয়েছে, ইস্তানবুলে একটি রেস্তোরাঁয় কর্মরত ভারতীয় রাধাকৃষ্ণণকে অপহরণ করে এডির্নি শহরে নিয়ে যায় তিন পাকিস্তানি। তারা ভালো চাকরির প্রলোভন দিয়ে প্রথমে রাধাকৃষ্ণনকে এডির্নিতে নিয়ে যায়। এরপর সেখানে তারা এই ভারতীয় যুবকের হাত-পা বেঁধে ফেলে রাখে। এরপর তার ভিডিও তুলে পরিবারের সদস্যদের পাঠিয়ে ২০ লক্ষ টাকা দাবি করে। তবে পুলিশি অভিযানে তিন অপহরণকারীই ধরা পড়ে। তাদের কাছ থেকে পিস্তল পেয়েছে পুলিশ

কম্বোডিয়ায় ভারতীয়দের উপর অত্যাচার

কম্বোডিয়ার পুলিশ জানিয়েছে, দুই ভারতীয়কে অপহরণ করে তিন সপ্তাহ ধরে আটকে রাখার অভিযোগে রাজধানী ফোনম পেন থেকে দুই পাকিস্তানিকে গ্রেফতার করা হয়েছে। ২৫ এপ্রিল মহম্মদ সাদ ও সুদিত কুমারকে অপহরণ করে নিয়ে যায় দুই পাকিস্তানি। তারা এই দুই ভারতীয়কে হাত ও চোখ বেঁধে ফেলে রাখে পাকিস্তানিরা। তারা অপহৃতদের মারধরও করে। শেষপর্যন্ত ১৬ মে ভারতীয়দের উদ্ধার করে পুলিশ। সাবতেন বিন নাসির ও সায়েদ আলি হুসেন নামে দুই পাকিস্তানিকে গ্রেফতার করা হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

সীমান্তে মুখ পুড়িয়েও লজ্জা নেই! এবার ভারতের লোকসভা নির্বাচন নিয়ে বিষ উগরাতে শুরু করল পাকিস্তান

Pakistan Economy: জনগণ না খেয়ে মরছে, ফাইটার জেট কিনতে জলের মতো খরচ করছে পাকিস্তান! টাকা আসছে কোথা থেকে?

আরবদেশে পাকিস্তানের তুলনায় ভারতের শ্রমিকদের চাহিদা বেশি কেন? পাক সাংবাদিকের ভিডিও ভাইরাল

PREV
click me!

Recommended Stories

LIVE NEWS UPDATE: India vs South Africa T20 - দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?
অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ ‘রেজ বেইট’, আর কোন কোন শব্দ পেল সেরা স্থান? জানুন এক ঝলকে