অবাক কাণ্ড! ব্যাঙ্ক কর্মীর ভুলে গ্রাহকের অ্যাকাউন্ট ঢুকল কোটি টাকা, কী হল সেই টাকা?

Published : Dec 13, 2024, 02:48 PM ISTUpdated : Dec 13, 2024, 03:33 PM IST

এক ব্যাঙ্ক কর্মীর ঘুমের ঘোরে ভুলে এক গ্রাহকের অ্যাকাউন্টে চলে যায় হাজার কোটি টাকা। এই ঘটনায় কর্মীকে বরখাস্ত করা হলেও আদালত কর্মীর পক্ষেই রায় দেয়।

PREV
110

ভুল মানুষ মাত্রই হয়ে থাকে। ব্যাঙ্ক কর্মীরাও তো আর ভগবান নন। তাদের দ্বারাও হতেই পারে ভুল।

210

তবে, এক ব্যাঙ্ককর্মী ভুলের দাম কয়েক হাজার কোটি। সদ্য প্রকাশ্যে এল এমনই এক খবর।

310

কাজের চাপে ঘুমিয়ে পড়েছিলে এক কর্মী। ল্যাপটপের ওপর মাথা রেখে ঘুমান। আর তাতেই ঘটে বিপত্তি।

410

তাঁর ভুলে কয়েক হাজার কোটি চলে যায় এক গ্রাহকের অ্যাকাউন্টে। ঘুমের ঘোরে আঙুলের চাপে গ্রাহকের অ্যাকাউন্টে চলে যায় ১৯৮৬ কোটি টাকা।

510

কম্পিউটারের কী বোর্ডে দুই সংখ্যার বাটনে চাপ পড়ে যায়। ফলে, ২২২, ২২২, ২২২.৩৩ ইউরো বা ২২২ মিলিয়ন ইউরো চলে যাচ্ছিল। যা ভারতীয় মুদ্রায় ১৯৮৬ কোটি টাকা।

610

ঘটনাটি ঘটেছে জার্মানিতে। সেখানে কাজের অত্যাধিক চাপের কারণে ঘুমিয়ে পড়েছিলেন এক ব্যাঙ্ক কর্মী।

710

ঘুমের মধ্যে ভারতীয় মুদ্রায় ১৯৮৬ কোটি টাকা দিয়ে ফেলেছিলেন এক গ্রাহকের অ্যাকাউন্টে। প্রসেস শুরু হয়ে গিয়েছিল।

810

হঠাৎ অন্য এক কর্মী তা লক্ষ্য করে। তিনি তা থামিয়ে দেন। ঘটনাটি ব্যাঙ্ক মালিকের কানে যেতে তিনি সেই ব্যক্তিকে চাকরি থেকে বরখাস্ত করেন।

910

এই নিয়ে চলছে মামলা। তবে, আদালতের পক্ষ থেকে সেই ব্যক্তির হয়েই রায় দেওয়া হয়েছে।

1010

এই ব্যক্তি ভুল বসত একদিন এমন কাজ করেছেন। রোজ নির্ভুল কাজের জন্য তাকে চাকরিতে নেওয়া উচিত বলে জানানো হয়েছে।

click me!

Recommended Stories