এই দেশে একসঙ্গে হয় সূর্যাদয়-সূর্যাস্ত। মানে একসঙ্গে হয় দিন ও রাত! আশ্চর্য এই দেশের নাম জানেন?
বেশিরভাগ ক্ষেত্রেই একদেশের সময় বা টাইম জোন একই হয়। যেমন ভারতের সব ক'টি দেশে দিন ও রাত একই সময়ে হয়, কিন্তু এই দেশে রয়েছে মোট ১১টি টাইম জোন।
এই দেশের অর্ধেক অংশে যখন রাত অন্য অংশে তখন দিন। যখন দেশের একপ্রান্তের মানুষ সকালের চা খান তখন অন্য প্রান্তের মানুষ ডিনার করেন।
প্রায় মে থেকে জুলাই মাস পর্যন্ত একই অবস্থা থাকে এই দেশে। টানা ৭৬ দিন ধরে রাত ও দিনের তারতম্য থাকে এই দেশে। এই দেশকে বলা হয় কান্ট্রি অফ মিডনাইট সান বা মধ্যরাতে সূর্যোদয়ের দেশ।
এই বিশেষ দেশটির নাম হল রাশিয়া। রাশিয়া এমন একটি দেশ যেখানে একসঙ্গে সূর্যোদয় ও সূর্যাস্ত হয়।
রাশিয়ার একটি শহরের নাম মরমস্ক। এই দেশে গ্রীষ্মকাল দীর্ঘস্থায়ী। দিনরাতের অনুভূতি এখানে একদম থেমে যায়। সূর্য এতটাই উজ্জ্বল হয়ে ওঠে যে রাতকেও দিন বলে মনে হয়।
এই দেশে পুরুষের থেকে নারীর সংখ্যা বেশি। এমনকী এই দেশে পুরুষরা দারি রাখতে পারতেন না, দাড়ি রাখলেই জরিমানা দিতে হত।