'জিঙ্গেল অল দ্যা ওয়ে', বড়দিনে রেইন ডিয়ারে টানা বিমান! আমিরাত এয়ারলাইনসের অভিনব ভাবনা, দেখে নিন সেই ভিডিও

Published : Dec 26, 2022, 08:32 AM IST
Christmas

সংক্ষিপ্ত

গোটা একটা প্লেন টেনে নিয়ে যাচ্ছে রেইন ডিয়ার। তাদের ঘন্টার তালে তালে দিব্যি টেক অফ করছে স্যান্টা টুপি পরা বিমান।

বড়দিন মানেই জিঙ্গেল বেলস, রেইন ডিয়ারে টানা স্লেজে চরে স্যান্টা বুড়োর আগমন। তবে এবার এক অন্য দৃশ্যের সাক্ষী থাকল নেটদুনিয়া। শুধু স্যান্টা বুড়োর স্লেজ নয়, গোটা একটা প্লেন টেনে নিয়ে যাচ্ছে রেইন ডিয়ার। তাদের ঘন্টার তালে তালে দিব্যি টেক অফ করছে স্যান্টা টুপি পরা বিমান। বড়দিনে এমনই ভিডিও ঘিরে উত্তাল নেটপাড়া। ভিডিওটি পোস্ট করা হয়েছে আমিরাত এয়ারলাইনসের ইনস্টাগ্রাম পেজ থেকে। বড়দিন উপলক্ষ্যে এই অভিনব ভিডিও মন জয় করেছে নেটিজেনদের। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় ভিডিওটি। ক্রিসমাসে রেইন ডিয়ারে টানা বিমান মুগ্ধ করেছে সকলকেই। পাশাপাশি বিমান সংস্থার এই নতুন ধারার ভাবনাকেও স্বাগত জানিয়েছে নেটপাড়া।

বড়দিন উপলক্ষ্যে অভিনব শুভেচ্ছা বার্তা এমিরাট এয়ার লাইনসের। হরিণে টানা বিমান দিয়েই এবারের ক্রিসমাস উইস বিমান সংস্থার। আমিরাত এয়ার লাইনসের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে বড়দিন উপলক্ষে একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটিতে দেখা যাচ্ছে মাথায় স্যান্টা টুপি পরা একটি বিমানকে টেনে নিয়ে যাচ্ছে স্যান্টাক্লজের রেইন ডিয়াররা। সঙ্গে বাজছে তাদের ঘন্টাগুলিও। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় ভিডিওটি। বিমান সংস্থার অভিনবতাকে স্বাগত জানিয়েছে নেটিজেনরা। এখনও পর্যন্ত ৯৮৪ হাজার মানুষ ভিডিওটি দেখেছেন। ১২ হাজার মানুষ ভিডিওটিতে মন্তব্য করেছেন।

 

 

আরও পড়ুন - 

বছরের শেষ সপ্তাহেও দেখা নেই শীতের, চলতি বছরে কি ঠান্ডার আমেজ পাবে না বঙালি?

ভারত পাক সীমান্তে প্রতিরক্ষা পরিকাঠামোর মেরামতি- ট্যাঙ্কের জন্য তৈরি ব়্যাম্প, চলছে রাস্তা সারাইয়ের কাজ

ছাড়পত্র মিললেও এখনও স্থির হয়নি ন্যাজাল ভ্যাকসিনের দাম, কবে কোথা থেকে মিলবে এই টিকা?

PREV
click me!

Recommended Stories

১৬ বছরের নীচে আর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নয়, নজিরবিহীন সিদ্ধান্ত সরকারের
News Round Up: বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা থেকে সিরিজ থেকে ছিটকে গেলেন অজি পেশার, সারাদিনের খবর এক ক্লিকে