Earthquake News: মধ্যরাতে ফের ভূমিকম্পের আঘাত, থরথর করে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার দ্বীপ

Published : Feb 24, 2023, 08:34 AM IST
 6.3 magnitude earthquake in Indonesia

সংক্ষিপ্ত

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে যে, রাত ১টা বেজে ৩২ মিনিটে আঘাত হানে এই জোরালো কম্পন।

২৩ ফেব্রুয়ারি প্রায় সারা দিন জুড়ে কেঁপেছে আফগানিস্তানের মাটি। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়ে রাত প্রায় পৌনে দশটা পর্যন্ত বারংবার কম্পন এবং আফটার শকের জেরে সমগ্র ফৈজাবাদ এবং তাজিকিস্তান জুড়ে ছড়িয়েছে তীব্র আতঙ্ক। কিন্তু তার পরেও প্রাচ্যের দেশগুলি থেকে বিরাম নিচ্ছে না ভূকম্পন।

বৃহস্পতিবার মধ্যরাতে আবার কেঁপে উঠল মাটি। এবারের স্থান ইন্দোনেশিয়া। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে যে, রাত ১টা বেজে ৩২ মিনিটে আঘাত হানে এই জোরালো কম্পন। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.২। মাটি থেকে প্রায় ৯৯ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্রস্থল। কম্পনটি হয়েছে ইন্দোনেশিয়ার মালুকু দ্বীপপুঞ্জের হালমাহেরা দ্বীপে।

হালমাহেরা দ্বীপে ভূমিকম্পের কেন্দ্রস্থলটি ছিল স্বলেসির কোটামোবাগু এলাকা থেকে প্রায় ৫২৫ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে। এই দ্বীপটিতে বাস করেন কমপক্ষে ৫ লক্ষ মানুষ। স্বভাবতই মধ্যরাতে কম্পন অনুভূত হওয়ার কারণে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। তবে, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
 

 

 

আরও পড়ুন-
শুক্রবার কতটা বদলে গেল পেট্রোল-ডিজেলের দাম, ভারতের কোন শহরে কত হল লেটেস্ট দর?
হু হু করে বেড়ে চলেছে কলকাতার তাপমাত্রা, বাতাসে জলীয় বাষ্পের জেরে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা?

ছকে বাঁধা প্রেম নয়, নিয়ম-কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে শিরোনামে উঠে আসছেন পতৌদী-রাজপুত্র ইব্রাহিম

PREV
click me!

Recommended Stories

জাপানে মাত্র ১০ ফুট গভীরে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
মহাকাশে নক্ষত্রে বিরাট বিস্ফোরণ! প্রথম ক্লোজ-আপ ছবি তুললেন বিজ্ঞানীরা, দেখুন