বৃহস্পতিবার সকাল হতেই একের পর এক কম্পন, একই দিনে বারবার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির দেওয়া তথ্য অনুযায়ী, শুধুমাত্র বৃহস্পতিবারেই প্রায় ৪-৫ বার কম্পন অনুভূত হয়েছে চিন সীমান্তবর্তী ওই এলাকায়। 

তুরস্ক-সিরিয়ার পরেও বিশ্ব জুড়ে থামছে না ভূমিকম্পের আতঙ্ক। ভারত, ফিলিপিন্সের পর এবার কম্পন হল চিন, আফগানিস্তান এবং তাজিকিস্তান সীমান্তে। বৃহস্পতিবার একেবারে দিনের শুরুতেই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল মধ্য এশিয়ার ওই এলাকা।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ৬টা ৭ মিনিট নাগাদ তাজিকিস্তান সীমান্তবর্তী এলাকা কেঁপে ওঠে। ভূমিকম্পের উৎসস্থল ছিল গরনো-বাদাখসান এলাকা। উত্তর-পূর্ব আফগানিস্তানের ফৈজাবাদ শহর থেকে ২৬৫ কিলোমিটার দূরে ওই অঞ্চল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৮।

 

Latest Videos

 

ভূপৃষ্ঠ থেকে এই কম্পনের উৎসস্থল ছিল ভূগর্ভের প্রায় ১১৩ কিলোমিটার গভীরে। তুরস্ক এবং সিরিয়ার মতো এখানেও একের পর এক আফটার শক অনুভূত হয়েছে। ফলত, আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে এসেছেন স্থানীয় বাসিন্দারা।

প্রথম কম্পনের ২০ মিনিট পর একটি আফটার শকে কেঁপে ওঠে গোটা এলাকা। রিখটার স্কেলে ৬টা বেজে ২৫ মিনিট নাগাদ হওয়া এই আফটার শকটির মাত্রা ছিল ৫। এর গভীরতা ছিল মাটি থেকে প্রায় দেড়শো কিলোমিটার গভীরে। দ্বিতীয় কম্পনের কিছু ক্ষণ পর আবার ৭টা বেজে ৫ মিনিট নাগাদ একটি আফটার শক অনুভূত হয়। রিখটার স্কেলে সেই কম্পনটির মাত্রা ছিল ৫.২। কম্পনের গভীরতা ছিল ভূমি থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে।

তৃতীয় কম্পনটির পর আবার সকাল ৭টা বেজে ৩৭ মিনিটে আরও একটি কম্পন অনুভূত হয়, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪.৮। এই কম্পনটির গভীরতাও ছিল ভূমি থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। প্রায় একই অঞ্চল জুড়ে ভিন্ন ভিন্ন এলাকায় কম্পনের কেন্দ্রবিন্দু ছিল। শুধুমাত্র বৃহস্পতিবারেই প্রায় ৪-৫ বার কম্পন অনুভূত হওয়ায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে পামির মালভূমি ঘেরা এই অঞ্চলে।

আরও পড়ুন-

আতঙ্কের নাম ভূমিকম্প, বুধবার মধ্যরাতে পর পর কম্পনে কেঁপে উঠল উত্তর ভারত
একসময়ে যাঁর কোমরের ভাঁজে দোলা লাগত সারা বলিউড দুনিয়ার বুকে, সেই জিনাত আমন ইন্সটাগ্রামে পোস্ট করলেন নিজের অচেনা কিছু ছবি
প্রাইমারি স্কুলের শিক্ষিকা হয়েও পড়াতে যেতেন না বহুদিন, এবার বন্ধ করে দেওয়া হল অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলের বেতন

Share this article
click me!

Latest Videos

'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র
TMC ছেড়ে কেন BJP-তে শুভেন্দু! আজ নিজেই বলে দিলেন সব | Suvendu Adhikari | Bangla News
Bangladesh-এ হিন্দুনেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার, মুক্তির দাবিতে Md Yunus-কে হুঁশিয়ারি শুভেন্দুর
'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari
তন্ত্রযোগ? নাকি বৌমা ও ছেলেকে শিক্ষা দিতেই...আটক দাদু, ঠাকুমা ও জেঠিমা | Hooghly News Today