সুখটানেই লক্ষ্মীলাভ, গাঁজা টেনে উপার্জন মাসিক ৮৮ লক্ষ টাকা! আজব চাকরির বিজ্ঞাপন দিল এই কোম্পানি

শুধু গাঁজা সেবনেই মিলবে যে কোনও বড় আইটি কোম্পানির থেকে বেশি বেতন। তবে কেন এমন উদ্ভট কাজের জন্য লোক খুঁজছে এই কোম্পানি?

মাস গেলেই হাতে আসবে কড়কড়ে ৮৮ লক্ষ টাকা। কাজ? কেবল গাঁজা সেবন। সম্প্রতি এমনই এক চাকরির বিজ্ঞাপন ঘিরে উত্তাল নেট মাধ্যম। গাঁজা টানার মত এহেন 'মন্দ কাজে' কীভাবে লক্ষ্মীলাভ? শুনতে অবাক লাগলেও এমনই চাকরির খোঁজ দিয়েছে জার্মানির একটি কোম্পানি। কেবল সুখটানের বিনিময়ে সুখের বেতন দিতে রাজি তাঁরা। জার্মানির 'ক্যানামেডিক্যালস' নামের একটি কোম্পানি এই বিজ্ঞাপনটি বের করে। মন্দার বাজারে যেখানে একটা চাকরির জন্য হাপিত্তাস করতে হয় সেখানে শুধু গাঁজা সেবনেই মিলবে যে কোনও বড় আইটি কোম্পানির থেকে বেশি বেতন। তবে কেন এমন উদ্ভট কাজের জন্য লোক খুঁজছে এই কোম্পানি?

কী কাজ করে জার্মানির এই সংস্থা?

Latest Videos

সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী জার্মানির 'ক্যানামেডিক্যালস' নামের এই কোম্পানি মূলত ফার্মাসি কোম্পানিরগুলির জন্য চিকিৎসা ক্ষেত্রের গাঁজা বিক্রি করে। এই কোলোন-ভিত্তিক এই কোম্পানি নিজেদের গাঁজার গুণমান পরীক্ষা করার জন্য বিশেষজ্ঞের সন্ধান করছেন। যেহেতু ওষুধ তৈরিতে এই গাঁজা ব্যবহৃত হয় সেক্ষেত্রে গাঁজার গুণমান যাতে ভালো থাকে সেই বিষয় জোর দিচ্ছে কোম্পানি। তাই তাঁরা এমন লোক খুঁজছে যাঁরা তাঁদের পণ্যের গুণমান পরীক্ষা করে দেখতে পারে। তার গন্ধ ও অন্যন্য বিষয় বুঝতে পারবে। সর্বোপরি গাঁজা পরীক্ষায় নিযুক্ত কর্মীকে সামগ্রীর গুণমানও পরীক্ষা করতে হবে।

এই চাকরির খবর প্রকাশ্যে আসতেই আবেদনের বন্যা বয়ে যায়। এমন ব্যতিক্রমী চাকরির কথা শুনে অনেকেই উল্লসিত হয়েছে। তবে ব্যতিক্রমী হলেও মূলত এই চাকরির জন্য প্রয়োজন একজন গাঁজা বিশেষজ্ঞের। সেক্ষেত্রে চাকরি প্রার্থীরও বেশ কিছু বৈশিষ্ট থাকা অত্যাবশ্যক।

কী কী শর্তে মিলতে পারে এই চাকরি?

আবেদনকারীকে একজন গাঁজা বিশেষজ্ঞ হতে হবে। তাঁর কাজ মূলত সামগ্রিক পণ্যের গুণমান পরীক্ষা করা তাই তাঁকে এই বিষয়টির উপর সম্পূর্ণ দখল রাখতে হবে। সবচেয়ে বড় কথা সংশ্লিষ্ট ব্যক্তির কাছে গাঁজা সেবনের লাইসেন্স থাকত হবে। অর্থাত্‍, জার্মানিতে বৈধভাবে গাঁজা পানের লাইসেন্স ধারকরাই এখানে আবেদন করতে পারবেন।

উল্লেখ্য এর আগে আমেরিকার একটি কোম্পানিও এমন এক চাকরির বিজ্ঞপ্তি জারি করেছিল। সেখানে বেতন মিলত মাসিক তিন লক্ষ টাকা। বর্তমানে বেশিরভাগ দেশেই গাঁজা সেবন অবৈধ হলেও, সম্প্রতি জার্মানি-সহ বেশ কিছু দেশ গাঁজা সেবনকে বৈধ করার বিষয় চিন্তাভাবনা শুরু করেছে।

আরও পড়ুন - 

ভারত পাকিস্তানের কাঁটাতার পেরিয়ে সফল প্রেমের গল্প, ওয়াঘা সীমান্তে বিয়ে করতে চান ভারতীয় বর-পাকিস্তানি কনে

অ্যাডিনোভাইরাস থেকে সাবধান শিশুরা, কী করতে হবে জানালেন বিশেষ চিতিৎসক

এই ৫ দেশিয় সবজি কখনই কোলেস্টেরলের মাত্রা বাড়তে দেয় না, ডায়াবেটিসের ঝুঁকিও কমায়

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury