তুরস্ক সিরিয়ার স্মৃতি ফিরল ইকুয়েডরে, ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল একের পর এক প্রদেশ

এদিন প্রবল কম্পন অনুভূত হয় পেরুতেও। ভূমিকম্পের জেরে ব্যপক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয় একালাবাসীকে।

সপ্তাহান্তে কেঁপে উঠল ইকুয়েডর। শনিবার দুপুরে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয় ইকুয়েডরের উপকূলবর্তী এলাকায়। মার্কিন জিওলজিক্যাল সেন্টারের তরফে জানানো হয়েছে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮। এদিন প্রবল কম্পন অনুভূত হয় পেরুতেও। ভূমিকম্পের জেরে ব্যপক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয় একালাবাসীকে। ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে অন্ততপক্ষে ১২ জনের। আহতের সংখ্যা আরও বেশি। একাধিক বাড়ি, স্কুল ও স্বাস্থ্যকেন্দ্র ভেঙে পড়েছে বলেই জানা গিয়েছে। মার্কিন জিওলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী শনিবার দুপুরে ইকুয়েডরের উপকূলবর্তী এলাকায় অনুভূত হয় এই ভূমিকম্প। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল গুয়ায়াস প্রদেশের বালাও শহর থেকে ১০ কিলোমিটার দূরে। কম্পনের উৎস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৬৬.৪ কিলোমিটার গভীরে।

 

Latest Videos

 

ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলেরমো ল্যাসো গোটা ঘটনায় শোকপ্রকাশ করেছেন। ইতিমধ্যেই তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ চলছে বলেও জানিয়েছেন তিনি। টুইটবার্তায় তিনি জানিয়েছেন,'ভূমিকম্পে বিপর্যস্তদের উদ্ধারের জন্য ইতিমধ্যেই ইমার্জেন্সি দল পাঠানো হয়েছে। প্রশাসনের তরফে সাধারণ মানুষকে সাহায্য করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।' স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে ভূমিকম্পে এখনও পর্যন্ত কমপক্ষে ১২ মৃত্যু হয়েছে জনের। এদের মধ্যে ১১ জনই এল ওরো প্রদেশের বাসিন্দা। আজ়ুয়ায় প্রদেশে মৃত্যু হয়েছে একজনের। গুরুতরভাবে আহত দের ভর্তি করা হয়েছে নিকটবর্তী হাসপাতালে। এখনও ধ্বংসস্তুপের নীচে কেউ আটকে রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে। এখনও চলছে উদ্ধারকাজ। ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করা হয়েছে দেশজুড়ে। প্রশাসনের তরফে এখনও ক্ষয়খতির হিসেব দেওয়া হয়নি।

 

 

 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?