সিরিয়ায় মসজিদে ফের জঙ্গি হামলার অভিযোগ, বিস্ফোরণে নিহত ৮, আহত অন্তত ২১জন

Published : Dec 27, 2025, 10:20 AM IST

Syria Mosque Blast News: সিরিয়ায় মসজিদে আত্মঘাতী বিস্ফোরণের অভিযোগ। জুম্মার নামাজের সময় ঘটে বিস্ফোরণের ঘটনা। বাড়ছে মৃতের সংখ্যা। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
সিরিয়ায় মসজিদে বিস্ফোরণ

ফের ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল সিরিয়া। জুম্মার নামাজ চলাকালীন মসজিদের মধ্যে ঘটে বিস্ফোরণের ঘটনা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভয়ঙ্কর এই ঘটনায় অন্তত আটজনের মৃত্যুর খবর মিলেছে। জখম আরও ২১ জন। কে বা কারা এই নারকীয় হামলা চালালো সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট তথ্য মেলেনি। 

25
বাড়ছে মৃতের সংখ্যা

সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে শুক্রবার জুম্মার নামাজ চলাকালীন। সেই সময় সিরিয়ার ইমাম আলি বিন আবি তালিব নামের ওই মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। জানা গিয়েছে, মসজিদটি সিরিয়ার সংখ্যালঘু অধ্যুষিত এলাকা আলাউইত-এ অবস্থিত। 

35
মসজিদে জঙ্গি হামলা

সূত্রের খবর, শুক্রবার জুম্মার নামাজ উপলক্ষে বহু মানুষ প্রার্থনা করতে ভিড় জমিয়ে ছিলেন মসজিদে। বেছে বেছে সেই সময়কেই হামলার জঙ্গি বেছে নেয় জঙ্গিরা। প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, আগে থেকে মসজিদে বিস্ফোরক রেখে গিয়েছিল জঙ্গিরা। এরপর দূর থেকে তাতে বিস্ফোরণ ঘটানো হয়। ঘটনার মুহুর্তের মধ্যে প্রাণ হারান  ৮ জন। আহত হন আরও ২১ জন। 

45
জোরকদমে চলছে উদ্ধার কাজ

এদিকে মসজিদে হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। মসজিদটি ঘিরে ফেলে জোরকদমে শুরু হয়ে উদ্ধারকাজ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

55
হামলার কড়া নিন্দা

মর্মান্তিক এই ঘটনায় কে বা কারা এই হামলা চালাল তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রক এই কাপুরুষোচিত হামলাকে ‘জঙ্গি হামলা’ বলে আখ্যা দিয়েছে। বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এই কাপুরুষোচিত হামলা মানবতা ও নৈতিক মূল্যবোধের উপর হামলা।

Read more Photos on
click me!

Recommended Stories