আমেরিকান রাজনীতিবিদ আলেকজান্দ্রিয়ার টুইটের প্রতিক্রিয়ায় সরব টেসলাকর্তা

Published : Nov 07, 2022, 12:52 AM IST
Elon musk twitter new features

সংক্ষিপ্ত

এবার প্রকাশ্যে টেসলা কর্তা বিতর্কে জড়ালেন আমেরিকান রাজনীতিবিদ আলেজান্ড্রিয়া ওকাসিও-কর্টেজ -এর সঙ্গে ।আলেকজান্দ্রিয়ার টুইটের প্রতিক্রিয়ায় সরব টেসলাকর্তা.

টুইটারের মালিকানা পাবার পর থেকেই একের পর এক বিতর্কে জড়াচ্ছেন এলন মাস্ক। এমনিতেও তার টুইটার কেনা নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল বাণিজ্যিকমহলে কিন্তু তারপর টুইটারের সিইও পদ দখল করার পর তিনি যেভাবে একের পর এক কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়ে চলেছেন তা নিয়েও বিক্ষুব্ধ হয়েছেন অনেকেই। এবার প্রকাশ্যে টেসলা কর্তা বিতর্কে জড়ালেন আমেরিকান রাজনীতিবিদ আলেজান্ড্রিয়া ওকাসিও-কর্টেজ -এর সঙ্গে । শনিবার আলেকজান্দ্রিয়া একটি টুইটে লেখেন ,' আমার টুইট আপনাকে বিরক্ত করার পর থেকেই আমার টুইটার একাউন্টটি নানা প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হচ্ছে। ' তিনি আরও লেখেন ,' কি দারুন ব্যাপার তাই না। আমার কথা শুনে আপনার মনে হতেই পারে আমি একটু বেশিই স্বাধীন বক্তব্য রাখছি। '

আলেকজান্দ্রিয়ার এই টুইটটিকে রিটুইট করে অভিনেতা মার্ক রাফালো বলেন ,'এলন মাস্ক , আপনি টুইটার ছেড়ে টেসলা এবং স্পেসএক্সই সামলান। আপনি আপনার বিশ্বাসযোগ্যতা নষ্ট করছেন। যা দেখতে মোটেও ভালো লাগছে না এবং ইটা আপনাকে একেবারেই শোভা পায় না।' এর প্রত্যুত্তরে টেসলা কর্তা লেখেন ,' শুনুন , আলেকজান্দ্রিয়া যা বলছে তা সব সঠিক এবং সত্য নয়। '

প্রসঙ্গত উল্লেখযোগ্য, আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজের সঙ্গে মাস্কের বিবাদ তখন শুরু হয় যখন তিনি টুইটারের ব্লুটিক ফি নিয়ে কটাক্ষ করেছিলেন টুইটারের নয়া মালিককে। তিনি লিখেছিলেন ,' একজন বিলিয়নিয়ার আসলে লোকেদের কাছে এরকম একটি ধারণা উপস্থাপন করতে চাইছেন যে প্রতিমাসে ৪ টাকা করে দিয়ে মানুষ স্বাধীনভাবে বক্তব্য রাখতে পারবেন '

এর উত্তরে মাস্ক লেখেন ,' আপনার প্রতিক্রিয়া যথেষ্ট প্রসংশা পেয়েছে । এখন ৪ টাকা দিন। "

, দায়িত্ব নেওয়ার পরে, ইলন মাস্ক তার প্রাথমিক পদক্ষেপগুলি নিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন। শুক্রবার টুইটার তার৭৫০০ শক্তিশালী কর্মীদের অর্ধেককেই তিনি বরখাস্ত করেছেন কোম্পানি থেকে । শনিবার, টুইটার ব্লু পরিষেবাটির জন্য সাবস্ক্রিপশন-ভিত্তিক প্রতি মাসে ৪ ডলারের যে নতুন নিয়মাবলী জারি করার কথা ঘোষণা করেছেন তার প্রতিক্রিয়াতেই সমালোচনার ঝড় উঠলো নেট দুনিয়ায়। তবে এই পরিষেবাটির মধ্যে একটি নীল "যাচাইকৃত" ব্যাজ ছাড়াও থাকবে অন্য আরও অনেক বৈশিষ্ট।

আইওএস এর বিজ্ঞপ্তি অনুসারে, আপডেটের অন্যান্য সুবিধাগুলির মধ্যে অর্ধেক বিজ্ঞাপন দেখানোটা অন্তর্ভুক্ত হয়েছে যা বিশেষত ব্যবহারকারীদের দীর্ঘ ভিডিও পোস্ট করতে এবং অর্গানিক অগ্রাধিকার রের্ঙ্কিংয়ের সুবিধা দেবে।

আরও পড়ুন

৪৩ জন যাত্রী-সহ তানজানিয়ার ভিক্টোরিয়া হ্রদে ভেঙে পড়ল বিমান, হতাহতের সংখ্যা এখনও স্পষ্ট নয়

মধ্য টেক্সাসের ওকলাহোমায় ভয়ঙ্কর টর্নেডোর তান্ডব,টর্নেডোর ধাক্কায় ভাঙলো গাছ ,বন্ধ হলো হাইওয়ে ,দেখুন ভিডিও

শূন্য মাধ্যাকর্ষনে প্রজনন কি সম্ভব ?উত্তর খুঁজতে মহাকাশে বাঁদর পাঠানোর সিদ্ধান্ত নিলো চীন

PREV
click me!

Recommended Stories

বিস্ফোরক বা মাদক আছে বলে সন্দেহ, লন্ডনে মহসিন নকভির গাড়ি তল্লাশি পুলিশের
LIVE NEWS UPDATE: দেখা হল হরমনপ্রীত কউরের সঙ্গে, বিয়ে ভেঙে যাওয়ার পর প্রথমবার প্রকাশ্যে স্মৃতি মন্ধানা