AI Fashion Show: র‍্যাম্পে হাঁটছেন মোদী-ট্রাম্প-ওবামা! হুইল চেয়ারে বাইডেন! হঠাৎ ফ্যাশন শোয়ে কেন বিশ্বনেতারা?

রাজনৈতিক নেতারা সবসময়ই কূটনীতি, রাষ্ট্রনীতি, বিদেশনীতি নিয়ে ব্যস্ত থাকেন। তাঁদের রসবোধের পরিচয় খুব বেশি পাওয়া যায় না। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সবই সম্ভব।

ফ্যাশন শোয়ে একসঙ্গে হাজির নরেন্দ্র মোদী, ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, কমলা হ্যারিস, বারাক ওবামা,  ভ্লাদিমির পুতিন, শি জিনপিং। এমনকী, পোপও ফ্যাশন শোয়ে যোগ দিয়েছেন। সবাই রংদার পোশাক পরে র‍্যাম্পে হাঁটছেন। ব্যতিক্রম শুধু বাইডেন। তিনি হুইল চেয়ারে বসেই ফ্যাশন শোয়ে হাজির। 'এআই ফ্যাশন শো' নামে এই মজার ভিডিও শেয়ার করেছেন টেসলা সিইও ইলন মাস্ক। 'এক্স' প্ল্যাটফর্মে শেয়ার করা এই ভিডিও ভাইরাল। বিশ্বনেতাদের এই অবতারে দেখে হাসিতে ফেটে পড়ছেন সারা বিশ্বের মানুষ। বাস্তবে একসঙ্গে বিশ্বনেতাদের এভাবে দেখা যায় না। গুরুগম্ভীর আলোচনাসভাতেই সাধারণত মোদী-পুতিন-জিনপিংদের দেখা যায়। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সবই সম্ভব। সেটাই করেছেন মাস্ক। তিনি নিজেও এই ফ্যাশন শোয়ে আছেন।

বাস্তবে এভাবে একত্রিত হবেন বিশ্বনেতারা?

Latest Videos

রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশন, জি ৭-সহ বিভিন্ন আন্তর্জাতিক গোষ্ঠীর সম্মেলনেই বিশ্বনেতাদের একসঙ্গে দেখা যায়। কিন্তু ‘এআই ফ্যাশন শো’ সবাইকে এক মঞ্চে এনে ফেলেছে। শো শুরু হচ্ছে পোপ ফ্রান্সিসকে দিয়ে। এরপর এক এক করে হাঁটছেন নেতারা। মোদীর পরনে রঙিন পোশাক। ওবামাকে নানা ধরনের পোশাকে দেখা যাচ্ছে। উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উনকেও ফ্যাশন শোয়ে দেখা গেল। অ্যাপল সিইও টিম কুক গলায় আইপ্যাড ঝুলিয়ে র‍্যাম্পে হাঁটলেন। ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গকেও র‍্যাম্পে দেখা গেল।

 

 

কৃত্রিম বুদ্ধিমত্তাই ভবিষ্যৎ

বাস্তবে সম্ভব না হলেও, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বিশ্বনেতাদের ফ্যাশন শোয়ের মঞ্চে হাজির করার ঘটনাকে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ইতিবাচক দিক হিসেবেই দেখছেন। এভাবেই যদি বিশ্বশান্তি প্রতিষ্ঠা করা যায়, তাহলে মন্দ কী? কিছুদিন আগে একটি মিম ভিডিও শেয়ার করেছিলেন মোদী। তবে এখনও পর্যন্ত তিনি 'এআই ফ্যাশন শো' ভিডিও শেয়ার করেননি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

মমতা বন্দ্যোপাধ্যায়ের মিম ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, নোটিশ জারি কলকাতা পুলিশের

শেষ যাত্রায় চলছে কফিন কাঁধে নাচ, ১.০৪ মিলিয়ান দামে বিক্রি হল ঘানার এই ডান্সিং কফিন মিম

১০৮টি ভিডিও থেকে ওয়েব সিরিজ, সঙ্গে মিম বানিয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন প্রয়াত ইউটিউবার দেবরাজ প্যাটেল

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

চেপে ধরলেন শুভেন্দু! Waqf Bill নিয়ে 'মিথ্যা' ভাষণ মমতার! পাল্টা শুভেন্দুর | Suvendu Adhikari
'ভারতের পতাকায় পা! ওদের ভাত বন্ধ করে দেবো' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | Bangladesh
ভরসন্ধ্যায় এ কীরকম গন্ধ! ঘরে উঁকি দিতেই চক্ষু চড়কগাছ! Nadia-এ চাঞ্চল্য | Nadia News Today
'রাজাকারদের নতুন বাচ্চাদের ভারত আত্মসমর্পণ করাবে' চরম হুমকি শুভেন্দুর | Suvendu Adhikari | BJP
হাসিমারায় দুটো শব্দ দানবের মুখ ঘুরিয়ে দিলেই পালাবে মোল্লা ইউনুস : Suvendu Adhikari | BJP