ব্রিকস সম্মেলনের আগে ভারত-চিন সীমান্ত নিয়ে বড় সিদ্ধান্ত গ্রহণ, জানালেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি

ভারত ও চিনের মধ্যে সাম্প্রতিক আলোচনার পর এলএসি নিয়ে বিশেষ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, সীমান্ত সমস্যা সমাধানে দুই দেশের মধ্যে চুক্তি হয়েছে।

ভারত ও চিন উভয় দেশের কর্মকর্তাদের মধ্যে সাম্প্রতিক আলোচনার পর এলএসি বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল নিয়ে বিশেষ সিদ্ধান্ত গৃহীত হল। সদ্য এই বিশেষ জানালেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি।

বিদেশ সচিব বিক্রম মিশ্রি বললেন, আলোচনার পর আমরা চিনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছি। ২২-২৩ অক্টোবর নির্ধারিত ১৬ তম ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাশিয়া সফরের ঠিক আগে এই উল্লেখযোগ্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

Latest Videos

ব্রিকস সম্মেলনের ফাঁকে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-র সঙ্গে সম্ভাব্য দ্বিপাক্ষিক বৈঠক সম্পর্কে প্রশ্ন করা হলে বিদেশ সচিব বিক্রম মিশ্রি বিশেষ মন্তব্য করেন।

তিনি বলেন, সাম্প্রতিক সপ্তাহে ভারত ও চিনের মধ্যে কূটনৈতিক ও সামরিক আলোচনা চলছে। তিনি জানান বিশেষ চুক্তি প্রসঙ্গে প্রস্তুতি চলছে।

তিনি বলেন, গত কয়েক সপ্তাহ ধরে যে আলোচনা হয়েছে তার ফলস্বরূপ ভারত-চিন সীমান্ত এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবার টহল ব্যবস্থার বিষয় চুক্তি হবে বলে জানা গিয়েছে। বিচ্ছিন্নতার বিষয় শেষ পর্যন্ত একটি সিদ্ধান্তে পৌঁছেছেন তারা। ২০২০ সালে এই অঞ্চলগুলোতে সমস্যা দেখা গিয়েছিল।

তিনি বলেছেন, আলোচনা করা বিষয়গুলোতে আমরা চিনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছি। বিদেশ সচিব বিক্রম মিশ্রি বললেন, সীমান্তের সমস্যাগুলো সমাধানের জন্য ভারতী ও চিনের আলোচনা হচ্ছে গত কয়েক সপ্তাহ ধরে। ডেপসাং এবং ডেমচোক এলাকায় টহলদারি ব্যবস্থা নিয়ে আলোচনা হচ্ছে।

সে যাই হোক, ভারত-চিন সীমান্তে নানান সমস্যা লেগেই থাকে। সেই সকল সমস্যা দূর করতে এই নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।

 

Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee: 'মোদী কিছু দেয় নি আমি ৫০ লক্ষ বাড়ি দিয়েছি' বিতর্কিত মন্তব্য মমতার
‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report
নার্স হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ! হাসপাতাল চত্বরে কড়া সিসিটিভি নজরদারি | Birbhum News Today
দেরিতে আসায় অঙ্গনওয়াড়ি কর্মীকে কড়া ধমক MLA অসিত মজুমদারের, দেখুন ভিডিও
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি