বিশ্বের বহু দেশেই এখনও স্ত্রীর উপর অত্যাচার চালান বহু ব্যক্তি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এমনই এক চাঞল্যকর ভিডিও। সারা বিশ্বের মানুষ এই ভিডিও দেখে স্তম্ভিত।
স্ত্রীকে পিটিয়ে খুনের অভিযোগে কাঠগড়ায় কাজাকরস্তানের প্রাক্তন মন্ত্রী কুয়ানডিক বিশিমবায়েভ (৪৩)। তাঁর বিরুদ্ধে স্ত্রী সালতানাৎ নুকেনোভাকে (৩১) পিটিয়ে খুনের অভিযোগ রয়েছে। এক্ষেত্রে তদন্তকারীদের বড় হাতিয়ার সিসিটিভি ফুটেজ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও। ৭ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে, স্ত্রীর চুলের মুঠি ধরে টেনে নিয়ে যাচ্ছেন বিশিমবায়েভ। তিনি স্ত্রীকে লাথি মারছেন, হাত দিয়ে মারছেন। এই অত্যাচারের ফলে সালতানাতের ব্রেইন ট্রমা হয়ে যায়। এরপর তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় কাজাকস্তানের পাশাপাশি সারা বিশ্বে চাঞ্চল্য তৈরি হয়েছে। একজন যুবতীর উপর এরকম নৃশংস অত্যাচারে সবাই স্তম্ভিত। সবাই কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন।
কী শাস্তি পাবেন বিশিমবায়েভ?
পেশায় জ্যোতিষী ছিলেন সালতানাৎ। তাঁর স্বামী কাজাকস্তানের প্রাক্তন অর্থমন্ত্রী। ২০২৩ সালের নভেম্বরে বিশিমবায়েভের এক আত্মীয়র রেস্তোরাঁয় সালতানাতের মৃতদেহ পাওয়া যায়। মৃত্যুর আগের দিন স্বামীর সঙ্গে ওই রেস্তোরাঁয় যান সালতানাৎ। তাঁরা সেখানে সারাদিন ছিলেন, এমনকী রাতও কাটান। সেখানেই সালতানাতের উপর চরম অত্যাচার চালান স্বামী। এই অত্যাচারের ফলে সংজ্ঞাহীন হয়ে পড়েন সালতানাৎ। পরে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় চাপে পড়ে গিয়েছেন কাজাকস্তানের প্রেসিডেন্ট কাশিম জোমার্ত। তিনি সমাজে সবার জন্য সমানাধিকারের প্রতিশ্রুতি দিয়েছেন। সে কথা স্মরণ করিয়ে দিয়ে প্রাক্তন মন্ত্রীর অপরাধের ন্যায্য বিচারের দাবি জানাচ্ছেন কাজাকস্তানের মানুষ।
দীর্ঘ কারাদণ্ড হতে পারে বিশিমবায়েভের
আদালতে শুনানির সময় ৮ ঘণ্টার সিসিটিভি ফুটেজ দেখানো হয়েছে। এই ফুটেজে স্ত্রীর উপর কাজাকস্তানের প্রাক্তন মন্ত্রীর নৃশংস অত্যাচারের ঘটনা স্পষ্ট দেখা গিয়েছে। স্ত্রীর গলা চেপে ধরে মারতে মারতে শৌচাগারে নিয়ে যান বিশিমবায়েভ। সেখানে অত্যাচারের ফলে সংজ্ঞাহীন হয়ে পড়েন সালতানাৎ। এই ঘটনায় বিশিমবায়েভের ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলে জানা গিয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
গ্যাংস্টারদের হাতে খুন পরিবারের সদস্যরা, ২০২০ সালের IPL থেকে নাম প্রত্যাহারের কারণ জানালেন রায়না
Pakistan: খাওয়াতে পারছিল না, স্ত্রী, ৭ সন্তানকে খুন পাকিস্তানি যুবকের