পশ্চিমবঙ্গের বাসিন্দারা যখন প্রচণ্ড গরমে একটু বৃষ্টির জন্য হাপিত্যেশ করছেন, তখন সংযুক্ত আরব আমিরশাহিতে বৃষ্টি হয়েই চলেছে। জলমগ্ন দুবাই, আবু ধাবি।
ভারী বৃষ্টির ফলে ফের জলমগ্ন হয়ে পড়ল দুবাই ও আবু ধাবির একাংশ। বৃহস্পতিবার বৃষ্টির পাশাপাশি বজ্রপাতও দেখা যায়। রাস্তায় জল জমে যাওয়ার ফলে বাস চলাচল বিঘ্নিত হয়। বিমানবন্দরের রানওয়েতেও জল জমে যাওয়ার ফলে বিলম্বিত হয় উড়ান। গত মাসেই প্রবল বৃষ্টিতে দুবাইয়ে বন্যা পরিস্থিতি দেখা গিয়েছিল। সারা শহর বিপর্যস্ত হয়ে পড়ে। সেই দুঃস্বপ্ন ফিরে এল। বৃহস্পতিবারের দুর্যোগের ফলে বাস পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি উড়ান পরিষেবাও বিপর্যস্ত হয়ে পড়ে। সংযুক্ত আরব আমিরশাহির একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, দুবাইয়ে আসা ৫টি উড়ানের গতিপথ বদল করা হয়েছে। দুবাইয়ে আসা ৯টি উড়ান বাতিল হয়েছে। দুবাই থেকে অন্যত্র যাওয়ার কথা ছিল এমন ৪টি উড়ানও বাতিল করা হয়েছে। এমিরেটস সংস্থাও কয়েকটি উড়ান বাতিল করেছে।
বুধবার শেষ রাত থেকেই প্রাকৃতিক দুর্যোগ
সংযুক্ত আরব আমিরশাহির সংবাদমাধ্যমের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার ভোর ৩টে থেকে শুরু হয় প্রবল ঝড় ও বজ্রপাত। ভোর ৪টে নাগাদ স্থানীয় আবহাওয়া দফতরের পক্ষ থেকে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়। সারা সংযুক্ত আরব আমিরশাহিতেই আকাশের মুখ ভার। কালো মেঘে ঢাকা আকাশ। এর ফলে শুক্রবার পর্যন্ত প্রবল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই সময় দুবাই, আবু ধাবির বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস
বুধবারই দুবাই বিমানবন্দর ও স্থানীয় একাধিক বিমান সংস্থার পক্ষ থেকে যাত্রীদের সতর্কবার্তা দেওয়া হয়। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ানে বিলম্ব হবে বলে জানানো হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহিতে ২ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির ফলে বৃহস্পতিবার শারজা, দুবাইয়ে বেশিরভাগ অফিসই বন্ধ করে দেওয়া হয়েছে। কর্মীদের বাড়ি থেকেই কাজ চালাতে বলা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলিও বন্ধ রাখা হয়েছে। বাড়ি থেকেই ক্লাস করছে পড়ুয়ারা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Dubai Floods: 'মন্দির বানিয়েছে বলে আল্লাহর রোষে দুবাই,' দাবি পাকিস্তানি যুবকের, ভাইরাল ভিডিও
আকাশ ভাঙা বৃষ্টি দুবাইয়ে! জলের তলায় তলিয়ে গেল রাস্তাঘাট, বিমান বন্দর
জুন মাসেই কি রাজ্যে ঢুকবে বর্ষা? বৃষ্টি নিয়ে এই পূর্বাভাস দিল আবহাওয়া দফতর