সংক্ষিপ্ত

বাবা-মায়ের প্রতি শ্রদ্ধা, ভক্তি নিয়ে অনেক কথা বলা হয়। কিন্তু সবাই যে এসব কথা মানে না, সেটা তামিলনাড়ুর ঘটনায় স্পষ্ট হয়ে গিয়েছে।

বাড়িতে চেয়ারে বসে আছেন এক ব্যক্তি। হঠাৎ ছেলে এসে পরপর ঘুঁষি মারতে শুরু করল। একসময় ঘুঁষির পাশাপাশি লাথিও চালাল গুণধর ছেলে। এভাবে কিছুক্ষণ বাবার উপর ছেলের অত্যাচার চলার পর এক ব্যক্তি ছুটে এসে ওই যুবককে কোনওরকমে ধরে নিয়ে গেলেন। ততক্ষণে অসুস্থ হয়ে পড়েন ওই প্রৌঢ়। তিনি চেয়ারে লুটিয়ে পড়লেন। এক মহিলা ও এক পুরুষ ছুটে এসে তাঁকে ধরে বসানোর চেষ্টা করলেন। কিন্তু তার আগেই ঘটে গিয়েছে মারাত্মক ঘটনা। প্রাণ হারালেন ওই প্রৌঢ়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ঘটনা। তামিলনাড়ুর পেরামবালুরে ঘটেছে এই মারাত্মক ঘটনা।

সিসিটিভি-তে ধরা পড়ল ভয়ঙ্কর ঘটনা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত প্রৌঢ়ের নাম কুলনধাইভেলু। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তাঁকে মেরে ফেলেছে ছেলে সন্তোষ। পরিবারের লোকজন জানিয়েছেন, সম্পত্তির ভাগ নিয়ে তাঁদের মধ্যে বিবাদ চলছিল। সেই বিবাদের জেরেই বাবাকে খুন করে বসল সন্তোষ। সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনা বন্দি হয়েছে। পরিবারের অন্য সদস্যরা সন্তোষকে না থামালে সে বাবার উপর আরও অত্যাচার করত। কিন্তু পরিবারের সদস্যরা যদি তাকে আরও আগে ধরে ফেলতে পারতেন, তাহলে কুলনধাইভেলু রক্ষা পেতেন। কিন্তু অন্যরা ছুটে আসার আগেই যথেচ্ছ ঘুঁষি-লাথি চালায় সন্তোষ। ফলে কুলনধাইভেলুর মৃত্যু হল। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে।

 

 

হত্যাকাণ্ডের তদন্তে পুলিশ

মৃত প্রৌঢ় একটি বেসরকারি সংস্থার কর্ণধার ছিলেন। তাঁর পরিবারের পক্ষ থেকে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সন্তোষের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩ ধারায় ইচ্ছাকৃতভাবে আঘাত করা, ৩২৪ ধারায় বিপজ্জনকভাবে আঘাত করা, ৫০৬ ধারায় অপরাধমূলক কার্যকলাপের মামলা দায়ের করা হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Pakistan Crime: পাকিস্তানে মধ্যযুগীয় বর্বরতা! মহিলাকে ব্যাভিচারের অভিযোগে গাছে বেঁধে পাথর ছুঁড়ে হত্যা

Delhi Murder: প্রেমিকাকে ছুরি দিয়ে কুপিয়ে পাথর মেরে হত্যা, হাড়হিম করা খুনে উত্তপ্ত রাজধানী

পিসিকে হত্যা করে দেহের ১০টি টুকরো করে পাচার করল ভাইপো, সিসিটিভি দেখেই রহস্যের কিনারা করল পুলিশ