Israel War: নগ্ন দেহে লাথি, থুতু! প্রকাশ্যে এল হামাস জঙ্গিদের নির্যাতনের শিকার হওয়া জার্মান তরুণীর পরিচয়

Published : Oct 09, 2023, 11:33 AM ISTUpdated : Apr 28, 2025, 05:16 PM IST
shani lauk

সংক্ষিপ্ত

জার্মান থেকে ইজরায়েলে গিয়েছিলেন ৩০ বছর বয়সি শানি ন্যুক। তাঁকেই ধর্ষণ করে শিস দিতে দিতে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে মেরে ফেলে হামাস সন্ত্রাসবাদীরা।

জার্মান থেকে ইজরায়েলে গিয়েছিলেন ‘শান্তির সঙ্গীত উৎসবে’ যোগ দিতে, সেই তরুণীকেই চূড়ান্ত অত্যাচার করে চুলের মুঠি ধরে গাড়িতে তুলে নিয়েছিল একদল হামাস দস্যু। তারপর ভাইরাল হল ইজরায়েলের ভয়ঙ্কর ভিডিও। 

একটি ট্রাকের পেছনে নগ্ন করে জার্মান তরুণীর মৃতদেহ ফেলে রেখে তার ওপর যথেচ্ছ লাথি চালাল হামাস জঙ্গিরা। থুতুও ফেলতে দেখা গেল বিদেশিনীর শরীরের ওপর। ঘটনার ভিডিও ভাইরাল হতেই মৃতদেহ শনাক্ত করলেন তাঁর পরিবারের মানুষজন। 
 



জার্মান থেকে ইজরায়েলে গিয়েছিলেন ৩০ বছর বয়সি শানি ন্যুক। তাঁকেই ধর্ষণ করে শিস দিতে দিতে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে মেরে ফেলে হামাস সন্ত্রাসবাদীরা। তারপর প্রকাশ্যে খোলা ট্রাকের ওপর ‘আল্লাহু আকবর!’ ধ্বনি দিতে দিতে নিয়ে যাওয়া হয় তাঁর দেহ। ভয়ঙ্কর কাণ্ডের ভিডিও দেখে সারা বিশ্বের মানুষের হাড় হিম করা অবস্থা।

PREV
click me!

Recommended Stories

আওয়ামি লিগের যোগদান নিষিদ্ধ, বাংলাদেশে সাধারণ নির্বাচনের দিন ঘোষণা
গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগ, পাকিস্তানের প্রাক্তন ISI প্রধানের জেল