I love you: প্রতিবাদী রুশ নেতা আলেক্সি নাভালনির মৃত্যুর ৪৮ ঘণ্টা পরে স্ত্রীর প্রতিক্রিয়া ভাইরাল

Published : Feb 18, 2024, 11:16 PM IST
Alexei Navalny

সংক্ষিপ্ত

৪৭ বছরের নাভালনি প্রাক্তন আইনজীবী। শুক্রবার মস্কো থেকে প্রায় ১৯০০ কিলোমিটার উত্তর - পূর্বে খার্পের পোলার উলফ পেনাল কলোনিতে হঠাৎই মৃত্যুর কোলে ঢলে পড়েন। 

স্বামীর মৃত্যুর ২৪ ঘণ্টারও বেশি সময় পরে স্ত্রী আবেগঘন ইনস্টাগ্রাম পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। রাশির প্রতিবাদী নেতা আলেক্সি নাভালনির স্ত্রী রবিবার ইনস্টাগ্রামে তাদের ছবি শেয়ার করে লিখেছেন, 'আমি তোমাকে ভালবাসি।' আলেক্সির স্ত্রী ইউলিয়া নিজেদের একটি ঘনিষ্ট ছবিও দিয়েছেন।

৪৭ বছরের নাভালনি প্রাক্তন আইনজীবী। শুক্রবার মস্কো থেকে প্রায় ১৯০০ কিলোমিটার উত্তর - পূর্বে খার্পের পোলার উলফ পেনাল কলোনিতে হঠাৎই মৃত্যুর কোলে ঢলে পড়েন। হাঁটার সময়ই অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। যদিও মৃত্যুর কারণ সম্পর্কে এখনও মস্কো কোনও মন্তব্য করেনি। যাইহোক নাভালনির মৃত্যুতে তাঁর অনুগামীরা ষড়যন্ত্রের ছায়া দেখছেন।

 

 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নাভালনির সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। পাশাপাশি মৃত্যুর জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দায়ী করেছেন। ব্রিটেন বলেছেন, রাশিয়ার পরিণতি খুব খারাপ হচ্ছে। যদিও নাভালনির মৃত্যু নিয়ে পুতিন এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি।

ডিসেম্বরের শুরুতে একটি কারগার থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে চরমপন্থা আর জালিয়াতির অভিযোগ তোলা হয়েছিল। যদিও তিনি পুতিন জীবদ্দশায় মুক্তির আশা করেননি। নাভালনি নির্বাচনী জালিয়াতি ও সরকারের দুর্নীতির বিরুদ্ধে সরব ছিলেন। পুতিনের অভ্যন্তরীণ বৃত্তের তদন্ত করে ভিডিও প্রকাশ করেছিলেন। যা নিয়ে ২০১১ -১২ সালে উত্তাল হয়ে উঠেছিল রাশিয়া। তাঁর ভিডিওগুলি থেকে অনুপ্রাণিত হয়ে বিক্ষোভও শুরু হয়েছিল। তবে তা শক্ত হাতে দমন করেছিলেন পুতিন।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, 'নাভালনি হাঁট ছিলেন। সেই সময়ই তিনি অসুস্থ বোধ করেন। সঙ্গে সঙ্গেই জ্ঞান হারান। মেডিক্যাল কর্মীরা অবিলম্বে তাঁকে একটি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাঁকে বাঁচানোর চেষ্টা করা হয়। কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে নিয়ে আসার পরই তাঁর মৃত্যু হয়। ' বিবৃতিতে বলা হয়েছে কী কারণে প্রতিবাদী এই নেতার মৃত্যু হয়েছে তার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

 

PREV
click me!

Recommended Stories

LIVE NEWS UPDATE: 8th Pay Commission কবে থেকে বাস্তবায়িত হবে? বড় আপডেট দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক
১৬ বছরের নীচে আর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নয়, নজিরবিহীন সিদ্ধান্ত সরকারের