Viral Video: গাড়ির সার্ভিসিং করাতে এসে ছুঁড়লেন গ্লাসভর্তি মদ! তারপরেই মহিলা চালকের ভাগ্যে জুটল উপযুক্ত শাস্তি

Published : Feb 17, 2024, 10:45 AM IST
Viral

সংক্ষিপ্ত

গাড়িটি সাফাই করছিলেন এক তরুণী। সেই সময়েই চালক ঘটিয়ে ফেললেন এক চরম লজ্জাজনক ঘটনা!

যেমন কর্ম, তেমনই ফল – রাম নারায়ণ তর্ক রত্নের এই উক্তি হুবহু ফলে গেল এক মহিলা চালকের ভাগ্যে। নিজের গাড়ির সার্ভিসিং করানোর জন্য একটি গ্যারাজে এসেছিলেন তিনি। চালকের আসনে তিনি নিজেই বসেছিলেন। গাড়িটি সাফাই করছিলেন ১৮ বছর বয়সি এক তরুণী, তাঁর নাম অ্যানা হায়ারকি। সেই সময়েই চালক ঘটিয়ে ফেললেন এক চরম লজ্জাজনক ঘটনা! 

-

গাড়িটিকে হোস পাইপ দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছিলেন অ্যানা হায়ারকি। গাড়ির ভেতরে জানলা বন্ধ করে বসেছিলেন ওই মহিলা। আচমকাই তরুণী হোস পাইপ নিয়ে গাড়ির পেছন দিকটি ধোয়া শুরু করলে সামনে দিক থেকে জানলা খুলে গ্লাস-ভর্তি মদ ছুঁড়ে মারলেন ওই মহিলা! 

-

মদটি সম্পূর্ণ গিয়ে পড়ল অ্যানা-র মুখে! স্বাভাবিকভাবেই মারাত্মক রেগে গেলেন ওই কর্মী। তিনি সঙ্গে সঙ্গে হাতের হোস পাইপটি নিয়ে সোজা সেটিকে তাক করলেন ওই মহিলা চালকের মুখে। প্রচণ্ড বেগে জল ঢুকে গেল গাড়ির ভেতর। চালক সেই জলের তোড়ে ভিজে একাকার। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই মহিলার কর্মফল দেখে দারুণ সন্তুষ্টি লাভ করেছেন নেটিজেনরা। 

 

 

PREV
click me!

Recommended Stories

বিস্ফোরক বা মাদক আছে বলে সন্দেহ, লন্ডনে মহসিন নকভির গাড়ি তল্লাশি পুলিশের
LIVE NEWS UPDATE: 'ক্রিকেটের চেয়ে অন্য কোনও কিছুকে বেশি ভালোবাসি না,' বার্তা স্মৃতি মন্ধানার