ইচ্ছে হলেই মিনিটের মধ্যে চলে যেতে পারবেন ভবিষ্যতে! বাস, ট্রামে যাতায়াতের মতোই সহজ টাইম ট্র্যাভেল?

Published : Apr 14, 2025, 12:35 PM IST

ইচ্ছে হলেই মিনিটের মধ্যে চলে যেতে পারবেন ভবিষ্যতে! বাস, ট্রামে যাতায়াতের মতোই সহজ টাইম ট্র্যাভেল? চমকে দিচ্ছে বিজ্ঞান

PREV
18

ভাবুন তো এই বসে আছেন হঠাৎ চলে যেতে ইচ্ছে করল কয়েক বছর পরে? বা কোনও বিষয় নিয়ে চিন্তায় আছেন! কয়েক মাস এগিয়ে গিয়ে দেখলেন যে কারণে আপনি দুশ্চিন্তা করছিলেন তা আদৌ হল কি না, তবে কেমন হত? 

28

যেকোনও সিদ্ধান্ত নেওয়া আরও সহজ হয়ে যেত। এত ডিভোর্স এত খুন যখমও বোধহয় হত না। কিন্তু কীভাবে সম্ভব ভবিষ্যতে যাওয়া?

38

এই অসম্ভবকেই এবার সম্ভব করে দিতে পারে বিজ্ঞান। চাইলে চলে যাওয়া যেতে পারে আজকের থেকে বেশ কয়েক বছর পরে। ফিউচার ট্রযাভেলিং সম্ভব বলেই জানিয়েছেন বিজ্ঞানীদের একাংশ।

48

বিজ্ঞানীরা বলছেন, টাইম ট্র্যাভেল করে ভবিষ্যতে যাওয়া সম্ভব কিন্তু অতীতে যাওয়া কঠিন। এই বিষয়ে একটি স্পষ্ট ধারণা দিয়েছিলেন স্টিফেন হকিংস। ২০০৯ সালে তিনি ভবিষ্যৎ থেকে আসা টাইম ট্র্যাভেলারদের জন্য একটি পার্টি রাখেন। কিন্তু সেই অনুষ্ঠানে কেউই উপস্থিত ছিলেন না, অর্থাখ ভবিষ্যৎ থেকে আমাদের অতীতে এখনও পর্যন্ত কারও আসা সম্ভব হয়নি।

58

তাহলে কি বাস, ট্রাম করে এক জায়গা থেকে আরেক জায়গার মতোই সহজ টাইম ট্র্যাভেল করে ভবিষ্যতে যাওয়া?

68

এই বিষয়ে বিজ্ঞানীরা জানিয়েছেন, যে সম্ভব। টাইম ট্র্যাভেল করে ভবিষ্যতে যাওয়া যেতে পারে। এ প্রসঙ্গে বিজ্ঞানীরা জানান, এমন যদি কোনও যান তৈরি করা যায় যার গতিবেগ আলোর গতিবেগের থেকেও বেশি তবে ভবিষ্যতে যাওয়া যেতে পারে।

78

এ ছাড়া নিউটনের থিওরি অনুযায়ী ব্যাপক মাধ্যাকর্ষণ শক্তির মধ্যে থাকলেও এটা সম্ভব। এর জন্য এমন কোনও সারফেসে থাকতে হবে যেখানে মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর থেকে বেশি। বিজ্ঞানীরা এখনও গবেষণায় রয়েছেন। এই গবেষণা সফল হলে অবশ্যই ভবিষ্যতে যাওয়া সম্ভব হবে।

88

এই নিয়ে নিরন্তন গবেষণা করছেন বিজ্ঞানীরা। এমন বেশ কিছু তথ্য পাওয়া গিয়েছে যার থেকে টাইম ট্র্যাভেল নিয়ে উৎসাহ আরও বাড়ছে। যদি টাইম ট্র্যাভেল সম্ভব হয়, তবে মেটাভার্সের থিওরিও সত্য প্রমাণিত হতে পারে।

Read more Photos on
click me!

Recommended Stories