প্রেসিডেন্ট অপহরণে তপ্ত ভেনেজুয়েলা, ভারতীয় নাগরিকদের জন্য সতর্ক বার্তা বিদেশ মন্ত্রকের

Published : Jan 04, 2026, 11:38 AM IST

India On Venezuela issues: প্রেসিডেন্ট অপহরণে তপ্ত মার্কিন-ভেনেজুয়েলা সম্পর্ক। তারই মধ্যে এবার ভারতীয় নাগরিকদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করল ভেনেজুয়েলায় অবস্থিত ভারতীয় দূতাবাস। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

PREV
16
তপ্ত মার্কিন- ভেনেজুয়েলা সম্পর্ক

সস্ত্রীক প্রেসিডেন্ট অপহরণের পর থেকে তুঙ্গে মার্কিন রাজনীতি। শনিবার গভীর রাতে ভারত সরকারের তরফে ভেনেজুয়েলার পরিস্থিতির কথা বিবেচনা করে সে দেশে অপ্রয়োজনীয় সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলার জন্য জন্য ভারতীয় নাগরিকদের পরামর্শ দিয়েছে। তেলসমৃদ্ধ এই দেশের রাষ্ট্রপতিকে আমেরিকার হাতে আটক করার ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষিতেই এই সতর্কতা জারি করা হয়েছে। 

26
বিদেশ মন্ত্রকের তরফে সতর্ক বার্তা

বিদেশ মন্ত্রক (MEA) ভেনেজুয়েলায় অবস্থানরত সমস্ত ভারতীয় নাগরিককে চরম সতর্কতা অবলম্বনের পাশাপাশি অপ্রয়োজনীয় যাতায়াত সীমিত করার নির্দেশ দিয়েছে। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি অনুযায়ী, রাজধানী কারাকাসে চালানো বৃহৎ পরিসরের মার্কিন হামলায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা হয়েছে।

36
কী বলছে আমেরিকা?

মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে দক্ষিণ আমেরিকার রাজনৈতিক অনিশ্চয়তা তীব্র আকার ধারণ করেছে। রাশিয়া ও চিনসহ একাধিক প্রভাবশালী বিশ্বশক্তি ওয়াশিংটনের এই অভিযান এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করার ঘটনাকে কড়া ভাষায় নিন্দা করেছে। 

46
ভেনেজুয়েলার নতুন প্রেসিডেন্ট কে?

ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব সামলাবেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ (venezuela president)। এই সিদ্ধান্তই জানাল সেই দেশের আদালত। ভেনেজ়ুয়েলার সুপ্রিম কোর্ট এই মর্মেই একটি নির্দেশ জারি করেছে (america venezuela conflict)।

56
বন্দি প্রেসিডেন্ট

শনিবার, ভেনেজুয়েলায় ঢুকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে নিয়ে যায় মার্কিন সেনাবাহিনীর বিশেষ টিম ‘ডেল্টা ফোর্স'। এরপর তাদের দুজনকে নিউ ইয়র্কের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়। সেখানেই আপাতত বন্দি আছেন তারা।

66
অশান্ত ভেনেজুয়েলা

এবার এই পরিস্থিতিতে দাঁড়িয়েই, সেই দেশের ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছে ভেনেজ়ুয়েলার আদালত। দায়িত্ব পেয়েই তিনি দেশের সরকারি চ্যানেলে একটি বিবৃতি দেন। সেখানে ডেলসি জানান, ‘‘অবিলম্বে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসের মুক্তির দাবি জানাচ্ছি। ভেনেজ়ুয়েলার একমাত্র প্রেসিডেন্ট হলেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।’’

Read more Photos on
click me!

Recommended Stories