গালওয়ানের বরফ গলে আরও কাছাকাছি ভারত-চিন, বাণিজ্যিক ভিসা নিয়ে বড় সিদ্ধান্ত নয়া দিল্লির

Published : Dec 12, 2025, 05:01 PM IST

India China Business Visa: এবার মার্কিন শুল্কের চাপে ভারতের সঙ্গে বাণিজ্য ভিসা চালু হতে চলেছে দ্রুত। কারণ, ভারত-চিন সম্পর্কের বরফ গলতে শুরু, মার্কিন শুল্কের চাপের মাঝেই চিনা ব্যবসায়ীদের ভিসা মিলছে দ্রুত। দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

PREV
15
মিলছে ভারত-চিন ব্যাণিজ্য ভিসা

চিনের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করা এবং যুক্তরাষ্ট্রের রেকর্ড-সংখ্যক শুল্ক আরোপের প্রেক্ষাপটে চিনা ব্যবসায়ী প্রতিনিধিদের ভিসা প্রক্রিয়া দ্রুত করার উদ্যোগ নিয়েছে ভারত। প্রশাসনিক যাচাই-বাছাই কমিয়ে আগামী এক মাসের মধ্যেই চিনা ব্যবসায়ী সংস্থাগুলোর জন্য বিজনেস ভিসা প্রদান করার পরিকল্পনা করছে ভারত। সংবাদ সংস্থা রয়টার্সের তরফে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানা গিয়েছে। 

25
ভি্সা নীতিতে ছাড় চিনের

ভারত সরকার জানিয়েছে, প্রশাসনিক যাচাই–বাছাইয়ের অতিরিক্ত স্তর অপসারণ করায় এখন চিনা ব্যবসায়ীদের ব্যবসায়িক ভিসা চার সপ্তাহের মধ্যেই প্রক্রিয়াকরণ করা সম্ভব হচ্ছে। এই বিষয়ে একজন বলেন, “আমরা প্রশাসনিক ভেটিংয়ের স্তরটি সরিয়ে দিয়েছি এবং এখন চার সপ্তাহের মধ্যেই ব্যবসায়িক ভিসা সম্পন্ন করছি।”

35
কী বলছে চিনের বিদেশ মন্ত্রক?

এদিকে চীনের বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারত জনগণের পারস্পরিক আদান–প্রদান সহজ করতে যে “ইতিবাচক পদক্ষেপ” নিয়েছে, বেজিং তা লক্ষ্য করেছে এবং এটিকে উভয় দেশের “সাধারণ স্বার্থের” জন্য সহায়ক হিসেবে বিবেচনা করছে।

45
ভারতের সঙ্গে একযোগে কাজ করার বার্তা

এই বিষয়ে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, “ভারতের সঙ্গে যোগাযোগ ও সুসম্পর্ক বজায় রাখতে চিন আগ্রহী। এবং দুই দেশের জনগণের মধ্যে আদান–প্রদানের সুবিধাকরণ আরও বাড়াতে চিন কাজ করে যাবে।”

55
ভারত-চিন নতুন সমীকরণ

অতি সম্প্রতি ভারত-চিন বিমান পরিষেবা চালু হয়ে গিয়েছে। গালওয়ানের বরফ গলে আমেরিকার সঙ্গে সঙ্ঘাতের আবহে ক্রমশ কাছাকাছি আসছে ভারত-চিন। বিমান পরিষেবার পর এবার বাণিজ্য ক্ষেত্রেও কাছাকাছি আসতে চলেছে দুই দেশ। 

Read more Photos on
click me!

Recommended Stories