- Home
- West Bengal
- Kolkata
- কোন পথে চাকরিহারা যোগ্য শিক্ষকদের ভবিষ্যত? শুক্রবার প্রকাশিত হবে SSC নবম-দশম ভেরিফিকেশন তালিকা
কোন পথে চাকরিহারা যোগ্য শিক্ষকদের ভবিষ্যত? শুক্রবার প্রকাশিত হবে SSC নবম-দশম ভেরিফিকেশন তালিকা
WB SSC Update: অবশেষে শুক্রবার প্রকাশিত হতে চলেছে এসএসসি নবম-দশমের ইন্টারভিউয়ের যোগ্যদের তালিকা। উদ্বেগে কয়েক লক্ষ পরীক্ষার্থী। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

SSC-র তালিকা প্রকাশ শুক্রবার
এসএসসি–র নবম-দশমের ইন্টারভিউ যোগ্যতার তালিকা প্রকাশ শুক্রবার। উদ্বেগে হাজারো প্রার্থী পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন । এসএসসি ঘোষণা করেছে যে নবম-দশম শ্রেণির ইন্টারভিউ ও তথ্য যাচাইয়ের (ডকুমেন্ট ভেরিফিকেশন) জন্য যে প্রার্থীরা যোগ্যতা অর্জন করেছেন, তাঁদের তালিকা শুক্রবার সন্ধ্যার পর প্রকাশিত হবে। কমিশনের এই ঘোষণায় অপেক্ষারত কয়েক লক্ষ চাকরিপ্রার্থীর মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
কবে থেকে শুরু নথি যাচাই পর্ব
তবে এসএসসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, তালিকা প্রকাশিত হলেও নবম-দশমের নথি যাচাই পর্ব শুরু হবে একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ পর্ব সম্পূর্ণ হওয়ার পরই। অর্থাৎ তালিকা বেরোলেও বাস্তবিক প্রক্রিয়া শুরু হতে আরও কিছুদিন সময় লাগবে।
মোট শূন্যপদের সংখ্যা
নবম-দশম শ্রেণির শূন্যপদ রয়েছে ২৩,২১২টি। এ বছর পরীক্ষায় অংশ নিয়েছিলেন ২,৯৩,১৯২ জন পরীক্ষার্থী। পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ৭ সেপ্টেম্বর, এবং লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয় ২৪ নভেম্বর। এদিকে, ‘যোগ্য’ এবং ‘নতুন প্রার্থীর ন্যূনতম নম্বর’ সংক্রান্ত প্রশ্ন এখনো স্পষ্ট না হওয়ায় অনিশ্চয়তার চাপ বাড়ছে প্রার্থীদের মধ্যে। কারণ, যাঁরা ‘যোগ্য’ ঘোষিত হয়েছেন কিন্তু সুযোগ পাবেন না, তাঁদের চাকরির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে ৩১ ডিসেম্বর। ফলে তাঁরা এই তালিকার দিকেই তাকিয়ে রয়েছেন নতুন আশার প্রত্যাশায়।
উদ্বেগে এসএলএসটি-র যোগ্যরা
একাদশ-দ্বাদশ শ্রেণির এসএলএসটি যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের মধ্যেও উদ্বেগ কম নয়। ১০০-রও বেশি ‘যোগ্য’ প্রার্থীর নাম নেই তালিকায়— তাঁদের অনেকেই নবম-দশমের পরীক্ষাও দিয়েছেন। ফলে তাঁরাও আগামী তালিকা প্রকাশের দিনটির দিকে চোখ রেখেছেন।
দুশ্চিন্তায় চাকরিপ্রার্থীরা
এসএসসি–র মতে, ২০২৫ সালের এসএলএসটি পরীক্ষায় মোট কতজন প্রার্থী চূড়ান্তভাবে ‘যোগ্য’ হিসেবে বিবেচিত হয়েছেন, তার একটি স্পষ্ট ছবি মিলবে শুক্রবার তালিকা প্রকাশের পর। চাকরিপ্রার্থীদের দুশ্চিন্তা, আশা এবং ভবিষ্যৎ— সবকিছুই এখন নির্ভর করছে সেই তালিকার ওপর।

