রাশিয়া-ইউক্রেন যুদ্ধ গোটা বিশ্বের জন্য সমস্যা, জেলেনেস্কিকে আশ্বস্ত করে সাহায্যের বার্তা প্রধানমন্ত্রী মোদীর

Published : May 20, 2023, 07:36 PM IST
India will do whatever is possible to find solution to Ukraine conflict PM Modi to Zelenskyy

সংক্ষিপ্ত

রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে গোটা বিশ্বের জন্য সমস্যা তৈরি করছে। জি-৭ বৈঠকে জেলেনেস্কিকে আস্বস্ত করে সাহায্যের প্রতিশ্রুতি মোদীর। 

রাশিয়া- ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনেস্কির মুখোমুখি দেখা হল। প্রথম সাক্ষাতেই মোদী জেলেনেস্কিকে যুদ্ধ সমাধানের জন্য ভারত যতটা সম্ভব চেষ্টা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। হিরোশিমায় G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে দুই দেশের রাষ্ট্রপ্রধান বৈঠক করেন। সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলে, রাশিয়া - ইউক্রেন যুদ্ধে গোটা বিশ্বের জন্য খুব বড় একটা সমস্যা। এটি বিশ্বে বিভিন্নভাবে প্রভাব ফেলছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জেলেনেস্কির সঙ্গে আলোচনার প্রথমেই বলেন, 'আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যে ভারত ও আমি আমার ব্যক্তিগত ক্ষমতায় এই সংঘাত সমাধানের জন্য যা যা সম্ভব তা করব।' তিনি ইউক্রেন প্রেসিডেন্টকে আরও বলেন, এই সংঘাতকে তাঁরা যেন কোনও ভাবেই রাজনৈতিক বা অর্থনৈতিক ইস্যু হিসেবে না দেখেন। তিনি আরও বলেন এটি মানবিকতা ও মানবিক মূল্যবোধের সমস্যা।

গত বছর ফেব্রুয়ারিতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হয়েছিল। তারপর থেকেই নরেন্দ্র মোদী বেশ কয়েকবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কির সঙ্গে টেলিফেনে কথা বলেছিলেন। তিনি দুই রাষ্ট্রপ্রধানকেই কূটনৈতিক আলোচনার মাধ্যমে যুদ্ধ শেষ করতে পরামর্শ দিয়েছে। তিনি বলেছেন, আলোচনা আর পর্যালোচনার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব। মোদী বলেন, 'গত দেড় বছর আমরা টেলিফোনে কথা বলেছি, কিন্তু অনেক দিন পরে আমাদের দেখা করার সুযোগ হয়েছে। ' তিনি আরও বলেন ইউক্রেন যুদ্ধ শুধু ইউক্রেনের জন্য নয় গোটা বিশ্বের জন্যই একটি বড় সমস্যা।

মোদী জেলেনেস্কিকে বলেন, 'যুদ্ধের যন্ত্রণা কি তা আপনি আমাদের সবার থেকে ভাল করে জানেন। তবে গত বছর যখন আমাদের ছাত্ররা ইউক্রেন থেকে ফিরে আসে তখন তারাযে পরিস্থিতির বর্ণনা দিয়েছিল তা থেকে আমি বুঝতে পারি যে পরিস্থিতি ভয়াবহ। আপনি ও ইউক্রেনের নাগরিকদের ব্যথা আমি অনুভব করতে পারি। ' G7 দেশগুলির নেতারা ইউক্রেন রাশিয়া যুদ্ধকে অবৈধ, অযৌক্তিক ও অপ্রস্তুত বলে জানিয়েছেন। এই আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া ও মস্কোর ওপর আরও কঠোর ও নতুন নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নেওয়ার মাত্র এক দিন পরেই মোদী-জেলেনেস্কি বৈঠক হয়। তবে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনেস্কি মোদীকে কী বলেছেন তা অবশ্য জানা যায়নি। সূত্রের খবর রাশিয়ার সঙ্গে যুক্ত তিনি ভারতের পূর্ণ সমর্থন আর সাহায্য চেয়েছেন। শুধু ভারত নয় ইউক্রেন প্রেসিডেন্ট বিশ্ব সব দেশগুলির কাছেই সাহায্য চেয়েছেন।

আরও পড়ুনঃ

দুপুর গড়িয়ে সন্ধ্যে, ৬ ঘণ্টারও বেশি সময় ধরে সিবিআই-এর জেরার মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়

রাম মন্দিরের গর্ভগৃহের ছবি প্রকাশ্যে এল, মকর সংক্রান্তিতেই মন্দিরের দরজা খুলবে ভক্তদের জন্য

পাকিস্তানের আদালতে আবারও বড় জয় ইমরানের, ১২০ জন সমর্থককে দ্রুত মুক্তির নির্দেশ

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ইন্দোনেশিয়ার জাকার্তার বহুতলে বিধ্বংসী আগুন, দুর্ঘটনায় মৃত অন্তত ২০ জন
পৃথক সিন্ধুদেশ গঠনের দাবিতে উঠল স্লোগান, ঘরে-বাইরে চাপে শাহবাজ সরকার