ডাক্ট টেপ দিয়ে হাত-পা বেঁধে, তার দিয়ে পেঁচিয়ে জীবন্ত কবর দেওয়া হল ভারতীয় ছাত্রীকে, অস্ট্রেলিয়ায় ভারতীয় ছাত্রের নৃশংস কাণ্ড

তারিকজোৎ সিং বারংবার জেসমিনকে প্রেমের সম্পর্ক ভেঙে না দেওয়ার জন্য ক্রমাগত বিভিন্ন উপায়ে অনুরোধ জানাচ্ছিলেন। কিন্তু, জেসমিন কিছুতেই তাঁর অনুরোধ রক্ষা না করায় শেষমেশ প্রতিশোধ নেওয়ার জন্য নৃশংসতম পথ বেছে নিলেন তারিকজোৎ। 

প্রেমিককে প্রত্যাখ্যান করে দেওয়ায় প্রেমিকাকে নৃশংস খুনের নজির একের পর এক দেখা গেছিল ভারতে। এবার, ভারতের বাইরেও এক ভারতীয় ছাত্রীর সঙ্গেই ঘটে গেল চূড়ান্ত ভয়াবহ ঘটনা। ঘটনাটি ঘটিয়েছেন এক ভারতীয় ছাত্রই। অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমের দ্বারা এই খবর প্রকাশ্যে আসার পর সারা দেশ জুড়ে পড়ে গিয়েছে শোরগোল।

২১ বছর বয়সী জেসমিন কৌর ভারত থেকে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন নার্সিং নিয়ে পড়াশোনা করার জন্য। সেখানে তাঁর সাথে সম্পর্ক গড়ে ওঠে ২৩ বছর বয়সী তারিকজোৎ সিং-এর। কিন্তু, হঠাতই প্রেমিকের সঙ্গে তাঁর বনিবনা না হওয়ায় এই প্রেমের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন জেসমিন কৌর। জেসমিন কৌরের মা রশপল কৌর জানিয়েছেন, তারিকজোৎ সিং বারংবার তাঁকে এই সম্পর্ক ভেঙে না দেওয়ার জন্য ক্রমাগত বিভিন্ন উপায়ে অনুরোধ জানাচ্ছিলেন। কিন্তু, জেসমিন কিছুতেই তাঁর অনুরোধ রক্ষা না করায় শেষমেশ প্রতিশোধ নেওয়ার জন্য নৃশংসতম পথ বেছে নিলেন তারিকজোৎ সিং। ২০২১ সালে হওয়া এই ঘটনায় ২০২৩ সালের জুলাই মাসে অস্ট্রেলিয়ার কোর্টে দোষী সাব্যস্ত হলেন তিনি।

Latest Videos

অ্যাডিলেডের এক হাসপাতালে কাজ করতেন জেসমিন। সেখান থেকেই ২০২১ সালের ৫ মার্চ তাঁকে অপহরণ করে তারিকজোৎ। তারপর, তাঁকে একটি গাড়ির ডিকিতে বন্ধ করে দেয় এবং ওই অবস্থাতেই প্রায় চার ঘন্টা ধরে গাড়ি চালিয়ে নর্থ প্লিম্পটন থেকে ফ্লিন্ডার রেঞ্জে নিয়ে যায়। সেখানেই জেসমিনের চোখ বেঁধে, তার এবং ডাক্ট টেপ দিয়ে তাঁর হাত-পা বেঁধে একটি অগভীর কবর খুঁড়ে তাঁকে জীবন্ত অবস্থাতেই চাপা দিয়ে দেন তারিকজোৎ। সিসি ক্যামেরায় দেখা গেছে যে, হত্যা করার আগে স্থানীয় একটি হার্ডওয়্যারের দোকান থেকে গ্লাভস, কিছুটা তার, এবং একটি বেলচা কিনেছিলেন তিনি। জীবন্ত অবস্থায় সারা রাত ধরে মাটির তলাতেই হাত-পা বাঁধা অবস্থায় নিঃশ্বাস নেওয়ার জন্য ছটফট করতে করতে ৬ মার্চ তারিখে মারা যান জেসমিন।

এই ঘটনার তদন্ত করে পুলিশের তরফে আদালতের কাছে জানানো হয় যে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, সচেতনভাবে তা অনুভব করতে হয়েছিল জেসমিনকে। শ্বাস নেওয়ার চেষ্টা করার সময় তাঁর নাকে-মুখে মাটি ঢুকে গিয়েছিল। এই হত্যাকে ‘চরম সন্ত্রাস’ বলেছে অস্ট্রেলীয় আদালত। ঘটনার বিবরণ শুনে দুঃখে এবং কান্নায় ভেঙে পড়েছেন জেসমিন কৌরের মা রশপল কৌর। তিনি দুঃখ প্রকাশ করে বলেছেন, “ওকে উদ্ধার করার জন্য কেউ ছিল না! জীবনের শেষ ঘন্টায় মানবতার সবচেয়ে খারাপ রূপের পরিচয় পেয়েছে ও। জেসমিন চলে যাওয়ায় আমার মন ভেঙে গেছে। ও খুব ভালো একটা ছোট্ট মেয়ে ছিল।”

আরও পড়ুন- 
‘রাজ্যপালের কি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়োগ করার ক্ষমতা আছে?’ তৃণমূল-বিজেপি দ্বন্দ্বের মধ্যেই শিক্ষাবিদদের প্রশ্ন
Sex Tips: সেক্সে সমস্যা? যৌন জীবনে স্ফূর্তি ফিরিয়ে আনতে মেনে চলুন কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস
Weather News: দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস, উত্তরে ফের জারি কমলা সতর্কতা

Benefits of Garlic For Sex: এক কোয়া রসুনেই মিলবে চরম যৌন সুখ, জেনে নিন টোটকা

Share this article
click me!

Latest Videos

বড় সাজা! নাকি...আজ সঞ্জয়ের কথা শুনবেন বিচারক, উঠে আসতে পারে চাঞ্চল্যকর কিছু? | RG Kar News Today
দোষী সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড সাজা দিলেন বিচারক | RG Kar case verdict today | Sanjay Roy
'ছেলেকে শুধু ডাক্তার-ইঞ্জিনিয়ার বানালেই হবে না, কট্টর হিন্দু তৈরি করুন' | Sukanta Majumdar | News
Suvendu Adhikari : ভিনরাজ্যে আলু পাচারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, দেখুন কী বলছেন শুভেন্দু অধিকারী
Rashifal Today : সোমবার সারাদিন কেমন কাটবে আপনার! দেখুন আজকের রাশিফল