ইরান, ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণান্ত্র ছুঁড়ছে। ইজরায়েল সাধারণ মানুষদের বোম সেল্টারে সরিয়ে নিয়ে গেছে।
এবার পাল্টা হামলা চালান ইরান। ইরান, ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণান্ত্র ছুঁড়ছে। ইজরায়েল সাধারণ মানুষদের বোম সেল্টারে সরিয়ে নিয়ে গেছে। মঙ্গলবার তেমনই জানিয়েছে ইজরায়েল সামরিক বাহিনী। হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননে ইসরায়েলের স্থল অভিযান ও বেইরুটে ইসরায়েলের হামলায় জঙ্গি সংগঠনের কমান্ডার হাসান নাসরাল্লাহ এবং ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের একজন শীর্ষ কর্মকর্তা নিহত হওয়ার কয়েকদিন পর এই হামলার ঘটনা ঘটে।
ইজরায়েলের পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, ভারতীয় সময় রাত ১০টা বেজে ৪ মিনিটে হামলা শুরু করেছে ইরান। ঝাঁক ঝাঁক মিসাইল ছুঁড়ছে। ইরানের টার্গেট রাজধানী তেল আবিব। এখনও পর্যন্ত প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
ইতিমধ্যেই সেই ভিডিও প্ককাশ করেছে ইরজায়েল। বিখ্যাত আয়রন ডোম ও কড়া প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে রাখা হয়েছে নাগরিকদের। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীও নিশ্চিত করেছে যে "জেরুজালেম এবং অন্যত্র" বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ইতিমধ্যেই সেই ভিডিও প্ককাশ করেছে ইরজায়েল। বিখ্যাত আয়রন ডোম ও কড়া প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে রাখা হয়েছে নাগরিকদের। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীও নিশ্চিত করেছে যে "জেরুজালেম এবং অন্যত্র" বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি
সবিস্তারে আসছে,..