Iran Israel News Video: ভেদ করল ইজ়রায়েলের লৌহঢাল! ইরানি ক্ষেপণাস্ত্র উড়ে এল তেল আভিভের সামরিক ঘাঁটিতে

Published : Jun 14, 2025, 08:16 PM ISTUpdated : Jun 14, 2025, 08:41 PM IST
Iran Israel News

সংক্ষিপ্ত

Iran Israel News Video: মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই প্রত্যাঘাত! ইরানে ইজ়রায়েলি হানার ২৪ ঘণ্টার মধ্যেই প্রত্যাঘাত করল তেহরান। 

Iran Israel News Video: সরাসরি এবার তেল আভিবে অবস্থিত ইজ়রায়েলি সেনার সদর দফতরে হামলা চালিয়েছে ইরান। শুক্রবার, রাতে ইরানের ক্ষেপণাস্ত্র গিয়ে আছড়ে পড়েছে তেল আভিভের দক্ষিণ প্রান্তে। ইজ়রায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমকে বলা হয় ‘লৌহঢাল' (iran attack israel)। সেই প্রাচীরকে ভেদ করে কার্যত, মিসাইল উড়ে গিয়ে পড়েছে ইজরায়েলের বুকে। আর ইজ়রায়েলি সেনাবাহিনী ব্যর্থ হয়েছে সেই আক্রমণকে প্রতিহত করতে (Iran Israel News)।

 

 

ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার মাঝরাতে, ইজ়রায়েলের তেল আভিবে অবস্থিত ইজ়রায়েলি সেনা আইডিএফ-এর সদর দফতরে ক্ষেপণাস্ত্র আক্রমণ চালায় ইরান। আসলে ইজ়রায়েলি বিমান হামলার মাত্র ২৪ ঘন্টার মধ্যেই উপযুক্ত জবাব দেয় ইরান। তাই এই প্রত্যঘাতকে আদতে ইরানের ‘প্রতিশোধমূলক পদক্ষেপ’ বলেই দেখছে গোটা বিশ্ব। ইতিমধ্যেই এই হামলার একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। তবে সেই ভিডিওর সত্যতা অবশ্য যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা। 

সেই ভিডিওগুলিতে ঠিক কী দেখা যাচ্ছে?

তেল আভিভের ঠিক মাঝখানে আঘাত হানছে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র। আর ঠিক ঐ এলাকাতেই রয়েছে ইজ়রায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদর দফতর। তাছাড়া আরও একাধিক গুরুত্বপূর্ণ সামরিক দফতরও রয়েছে সেই এলাকায়। একটি ভিডিওতে দেখা গেছে, ইরানি ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়ার চেষ্টা করছে ইজ়রায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম ‘আয়রন ডোম’। কিন্তু ইজরায়েলি লৌহগম্বুজ সেই প্রাচীর ভেঙে দিয়ে আইডিএফ-এর সদর দফতরে রীতিমতো জোরালো আঘাত করছে সেই ক্ষেপণাস্ত্রটি। সেইসঙ্গে, আলোর ঝলক তো দেখা যাচ্ছেই এবং বিকট শব্দও শোনা যাচ্ছে সেই ভিডিওটিতে।

 

 

ইজ়রায়েলকে রীতিমতো পাল্টা জবাব দিল ইরান। কার্যত, জোরালো প্রত্যাঘাত হানল তারা (israel iran news)। শুক্রবার রাতে, নতুন করে ইরানের রাজধানী তেহরানে হামলা শুরু করে বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইজরায়েল সরকার। কিন্তু একেবারেই চুপ করে বসে থাকেনি ইরান।

শুক্রবার রাতেই শুরু হয়ে যায় পাল্টা আক্রমণ। ইজ়রায়েলের রাজধানী তেল আভিভের অন্তত ৭টি জায়গায় জায়গায় জোরালো ক্ষেপণাস্ত্র হানা চালায় ইরান। ইজরায়েলের সামরিক সূত্র মারফত জানা যাচ্ছে, তেল আভিভ এবং তার পার্শ্ববর্তী অন্তত একাধিক জায়গায় এক ডজন ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে বলে খবর সামনে এসেছে।

তবে ইজ়রায়েলি সেনাবাহিনী দাবি করেছে, শুক্রবার রাতে ইরান ১০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইজ়রায়েলের উপর। তার ফলে সামান্য ক্ষতি হয়েছে সেই দেশের। ইজ়রায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র এফি ডিফ্রিন জানিয়েছেন, “ইরানের যে ক্ষেপণাস্ত্রগুলিকে মাঝ আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে, তার ধ্বংসাবশেষ উড়ে এসেই ক্ষতি হয়েছে।"

কিন্তু একটি বিষয় পরিষ্কার যে, ইজ়রায়েলি হানায় ইরানে ৭৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩০০-রও বেশি মানুষ। ফলে, সেই বদলা নিতেই ইজারায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমকে রীতিমতো অকেজো করে দিয়ে যেভাবে জবাব দিয়েছে ইরান, তা রীতিমতো তাৎপর্যপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে গোটা বিশ্বের কাছে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

LIVE NEWS UPDATE: IND vs SA - একদিকে কুইন্টন ডি ককের সেঞ্চুরি এবং অন্যদিকে প্রসিধ কৃষ্ণর দাপুটে বোলিং, প্রোটিয়াদের ইনিংস শেষ ২৭০ রানে
অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ ‘রেজ বেইট’, আর কোন কোন শব্দ পেল সেরা স্থান? জানুন এক ঝলকে