Iran Protests 2026: ইরানে ৩০০০ জন বিপ্লবীর মৃত্যু! খামেনেই প্রশাসনের ন্যাক্কারজনক অধ্যায়, দশকের সেরা প্রতিবাদ?

Published : Jan 17, 2026, 05:57 PM IST
Iran Protests 2026: ইরানে ৩০০০ জন বিপ্লবীর মৃত্যু! খামেনেই প্রশাসনের ন্যাক্কারজনক অধ্যায়, দশকের সেরা প্রতিবাদ?

সংক্ষিপ্ত

Iran Protests 2026: এই মুহূর্তে গোটা ইরান জুড়ে চলা বিক্ষোভেের জেরে মৃতের সংখ্যা প্রায় ৩,০০০ জন ছাড়িয়ে গেছে বলে জানা গেছে। মানবাধিকার কর্মীরা বলছেন, ইরানে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ এবং প্রতিবাদ এটি।

Iran Protests 2026: আয়াতুল্লাহ আলি খামেনেই! এ যেন শুধু নাম নয়, এক ন্যাক্কারজনক অধ্যায়ের জ্বলন্ত উদাহরণ। গোটা ইরানকে বলপূর্বক নিজের আয়ত্তে রাখার চেষ্টা চালাচ্ছেন যিনি। কিন্তু গর্জে উঠেছে দেশবাসী। পুরো ইরান জুড়ে চলছে তুমুল প্রতিবাদ (Iran Protests 2026)। খামেনেই প্রশাসনের হুঁশিয়ারিকে কার্যত, ফুঁৎকারে উড়িয়ে দিয়ে প্রতিবাদে শামিল হাজার হাজার মানুষ (iranian protests news)। 

সবচেয়ে বড় বিক্ষোভ এবং প্রতিবাদ

গোটা বিশ্বের কাছে ইরানকে তিনি ঠিক কী প্রমাণ করতে চাইছেন? তা পরিষ্কার নয়। তবে বিপ্লবীদের মেরে ফেলার চেষ্টা জারি রেখেছেন। এই মুহূর্তে গোটা ইরান জুড়ে চলা বিক্ষোভেের জেরে মৃতের সংখ্যা প্রায় ৩,০০০ জন ছাড়িয়ে গেছে বলে জানা গেছে। মানবাধিকার কর্মীরা বলছেন, ইরানে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ এবং প্রতিবাদ এটি। 

রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (HRANA) ২,৮৮৫ জন বিক্ষোভকারী সহ মোট ৩,০৯০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ইতিমধ্যেই।

সেখানে উল্লেখ করা হয়েছে, ইরানের বিদ্রোহ আটকে নিজের আসন ধরে রাখার জন্য আয়াতুল্লাহ আলি খামেনেইয়ের সরকার ব্যাপক দমননীতি চালাচ্ছে। মহিলাদের উপর চলছে ব্যাপক অত্যাচার এবং কেড়ে নেওয়া হচ্ছে স্বাধীনতা। তবে সেই দেশের সংবাদমাধ্যমগুলি আরও বেশি সংখ্যায় গ্রেফতারের কথা জানিয়েছে। দেশজুড়ে প্রায় ৮ দিন ইন্টারনেট বন্ধ থাকার পর, কিছু জায়গায় ফের তা চালু করা হয়েছে। 

খামেনেই প্রশাসনের ন্যাক্কারজনক অধ্যায়

রিপোর্ট অনুযায়ী, এটি ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর, সবচেয়ে বড় অভ্যন্তরীণ বিদ্রোহ। ইরানে খামেনেই প্রশাসনের আমলে অর্থনৈতিক সংকট তীব্র হওয়ার পর, গত ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিক্ষোভ ইরানের ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদের রূপ নেয়।

তেহরান, মাশহাদ এবং ইসফাহান সহ দেশের প্রধান শহরগুলি রীতিমতো বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। আয়াতুল্লাহ আলি খামেনেইয়ের বিরুদ্ধে তীব্র বিরোধিতা দেখা যাচ্ছে। রয়টার্সের রিপোর্টে বলা হয়েছে, গত চারদিন ধরে তেহরান তুলনামূলকভাবে শান্ত। প্রায় আট দিন পর, এদিন সকালে ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সামান্য উন্নতির লক্ষণ দেখা গেছে। অন্যদিকে, এই প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের নেতারা পরিকল্পিত মৃত্যুদণ্ড স্থগিত করেছেন। 

ট্রাম্প আরও বলেন, “আমি অত্যন্ত আনন্দিত যে, ইরানের নেতৃত্ব গতকালের জন্য নির্ধারিত সমস্ত মৃত্যুদণ্ড বাতিল করে দিয়েছে।"

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

যমদেবের জ্বলন্ত কড়াই কাওয়ান ইজেন! ভয়ঙ্কর এই হ্রদের জলে ভাজা ভাজা হতে পারে মানুষ
মাচাদোর ট্রাম্পকে নোবেল 'দান', কী ব্যাখ্যা নোবেল কমিটির? কী হবে ১০ কোটি আর্থিক পুরস্কারের