Ayatollah Ali Khamenei: ইজরায়েলের সঙ্গে সঙ্ঘাতের পর প্রথমবার প্রকাশ্যে, ধর্মীয় অনুষ্ঠানে যোগদান খামেনইর

Published : Jul 06, 2025, 08:22 AM IST

Iran s Supreme Leader: ইরান  বনাম ইজরায়েল সঙ্ঘাতের মাঝেই প্রথমবার প্রকাশ্যে আসলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনই। তেহেরানে এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে যুদ্ধের পর প্রথমবার যোগ দিতে দেখা গেল তাঁকে।

PREV
16
প্রকাশ্যে ইরানের সর্বোচ্চ শাসক

মধ্যপ্রাচ্যের দুই দেশের মধ্যে সঙ্ঘাত প্রায় একমাস হতে চলেছে। এতদিন পর্যন্ত ছিলেন লোকচক্ষুর আড়ালে। কেউ কেউ গুজবও ছড়িয়ে দিয়েছিলেন যে, ইজরায়েলি হানায় খুন হয়ে গিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। তবে সেসব গুজবকে তুড়ি মেরে শনিবার প্রথমবার ইরান-ইজরায়েল সঙ্ঘাতের আবহে জনসমক্ষে এলেন আয়াতোল্লা খামেনই।  

26
এতদিন কোথায় ছিলেন খামেনই?

ইজরায়েলের সঙ্গে যুদ্ধে যখন একাধিক শীর্ষ ইরানি নেতা, যার মধ্যে সামরিক প্রধান এবং পারমাণবিক বিশেষজ্ঞরা নিহত হন। তখন থেকেই খবর ছড়িয়ে পড়েছিল যে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনই একটি সুরক্ষিত স্থানে আত্মগোপন করে আছেন। এই জল্পনার মধ্যেই তাঁর সাম্প্রতিক জনসমক্ষে আগমন রাজনৈতিক মহলে নতুন শোরগোল  তৈরি করেছে। 

36
খামেনই নিয়ে জল্পনার অবসান

সূত্রের খবর, এই যুদ্ধকালীন সময়ে খামেনইর অনুপস্থিতি এবং তাঁর নিরাপত্তা নিয়ে নানা গুঞ্জন চলছিল। তবে বর্তমানে তাঁর এই প্রকাশ্য সফর সেই সমস্ত জল্পনার অবসান ঘটাবে বলেই মনে করছে আন্তর্জাতিক রাজনৈতিক মহল।

46
ধর্মীয় অনুষ্ঠানে যোগদান

জানা গিয়েছে, শনিবার তেহরানে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে  প্রথমবার প্রকাশ্যে আসেন ইরানের সর্বোচ্চ শাসক। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সম্প্রতি একটি ভিডিয়ো ফুটেজ সম্প্রচার করেছে। সেই ফুটেজে দেখা গিয়েছে যে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনই একটি সভাকক্ষে প্রবেশ করছেন। ওই সভাকক্ষে শিয়া মুসলিম ক্যালেন্ডারের অন্যতম গুরুত্বপূর্ণ দিন আশুরা পালনের জন্য বিশাল সংখ্যক মানুষ সমবেত হয়েছিলেন। এই প্রকাশ্য উপস্থিতি তাঁর জনসমক্ষে ফিরে আসার ইঙ্গিত দিলো বলেই মত ওয়াকিবহাল মহলের। 

56
খামেনইকে নিয়ে উচ্ছ্বসিত জনতা

জানা গিয়েছে, ইজরায়েলের সঙ্গে গত ১৩ জুন যুদ্ধ শুরুর পর এই প্রথম ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনই জনসমক্ষে এলেন। তাঁকে তাঁর চিরাচরিত কালো পোশাকে একটি সভাস্থলে প্রবেশ করতে দেখা গিয়েছে। যা সাধারণত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও ধর্মীয় অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হয়। খামেনি সভাস্থলে প্রবেশ করা মাত্রই উপস্থিত জনতা তাঁকে উদ্দেশ্য করে জয়ধ্বনি দিতে শুরু করেন।

66
কেন জনসমক্ষের আড়ালে ছিলেন খামেনই?

ইজরায়েলের সঙ্গে সংঘাতের মধ্যেই নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জনসমক্ষে অনুপস্থিতি তাঁর অবস্থান নিয়ে নানা জল্পনা উসকে দিয়েছিল। এই সময়ে তাঁর ভাষণ, এমনকি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে দেওয়া তাঁর বার্ষিক ভাষণও, পূর্ব-রেকর্ড করা ভিডিয়োর মাধ্যমে সম্প্রচার করা হয়। পরবর্তীতে ইরানি শীর্ষ আধিকারিকরা স্পষ্ট করেন যে, ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে নিরাপত্তা প্রোটোকল মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। 

Read more Photos on
click me!

Recommended Stories