Iran Israel Conflict: মধ্যপ্রাচ্যের দুই দেশের চলা যুদ্ধে চলে এলো এবর ক্লাস্টার বোমা। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। তেহরানের বিরুদ্ধে চলতি যুদ্ধে ক্লাস্টার বোমা ব্যবহারের অভিযোগ। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
ইরান-ইজরায়েলের চলতি যুদ্ধে ইরানের বিরুদ্ধে ক্লাস্টার বোমা মারার অভিযোগ করেছে ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী। বৃহস্পতিবার মধ্য ইজরায়েলে একটি ইরানের ক্লাস্টার বোমা আছড়ে পড়ে বলে নিশ্চিত প্রমাণ পাওয়া গিয়েছে বলে জানিয়েছে ইজরায়েলি সেনাবাহিনী।
26
ক্লাস্টার বোমা কী?
ক্লাস্টার বোমা এক ধরণের 'মাল্টি-ওয়ারহেড মিসাইল' যা একাধিক ছোট বোমা বহন করে। এটি হল ছোটো ছোটো বোমা বা সাব মিউনিশন। যা একত্রিত ভাবে একটি ব্লাস্টার বোমা তৈরি করে। দুই দেশের মধ্যে চলতি যুদ্ধে এই ধরনের বোমা ব্যবহার করার নজির এই প্রথম।
36
বিতর্কে ইরানের ক্লাস্টার বোমা
এই অস্ত্রের সবচেয়ে বড় সমস্যা হল এটি নির্বিচারে ধ্বংসযজ্ঞ চালায়। অনেক সময় ছোট বোমাগুলি বিস্ফোরিত না হয়ে বিপজ্জনক অবস্থায় পড়ে থাকে। ফলে না ফাটলেও এটি সক্রিয় অবস্থায় থাকে। কেউ সেই সাব মিউনিশনের সংস্পর্শে আসলে প্রাণহানির আশঙ্কা থাকে।
জানা গিয়েছে, ইজরায়েল দাবি করেছে যে বৃহস্পতিবার ইরানের এই ক্লাস্টার বোমাটি ভূপৃষ্ঠ থেকে সাত কিলোমিটার উপরে ফেটেছিল। এবং এর মধ্যে প্রায় ২০টি ছোটো ছোটো বোমা ইজরায়েলের আট কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে।
56
বড়ধরনের প্রাণহানির আশঙ্কা
শিশুদের পাশাপাশি ক্লাস্টার বোমার আঘাতে বিশাল এলাকাজুড়ে ঘনজনবসতি এলাকায় প্রাণহানির আশঙ্কা থাকে। ২০০৮ সালে কনভেনশন অন ক্লাস্টার মিউনিশনস নামে একটি আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে এই বোমার উৎপাদন নিষিদ্ধ করা হয়। যদিও ইরান এই চুক্তিতে সই করেনি।
66
ক্লাস্টার বোমার উৎপাদন নিষিদ্ধ
২০০৮ সালে 'কনভেনশন অন ক্লাস্টার মিউনিশন' নামক আন্তর্জাতিক চুক্তি দ্বারা এই ধরনের অস্ত্র নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু ইরান, ইজরায়েল এবং আমেরিকার মতো শক্তিশালী দেশগুলি এতে স্বাক্ষর করেনি। এর আগেও ইউক্রেন-রাশিয়ার যুদ্ধেও এই বোমা ব্যবহারের অভিযোগ উঠেছিল।