India Operation Sindhu:  ইরান-ইজরায়েল সংঘাতের আবহে দেশে ফিরল ভারতীয় পড়ুয়াদের নিয়ে প্রথম বিমান। এখন কী পরিস্থিতি তেহরানের? বিশদে জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন… 

India Operation Sindhu: ভারতের 'অপারেশন সিন্ধু'। দেশে ফিরল তেহেরানে আটকে থাকা ২৯০ জন প্রবাসী ভারতীয় পড়ুয়া। শুক্রবার রাতে দেশের মাটি স্পর্শ করে ইরান থেকে আসা প্রথম বিমানটি। জানা গিয়েছে, বিমানে মোট ২৯০ জন ভারতীয় ছাত্র-ছাত্রী ছিলো। ইরান-ইজরায়েলের সঙ্ঘাতের আবহে ভারতীয় পড়ুয়াদের যাতে কোনও ক্ষতি না হয় তার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে অপারেশন সিন্ধুর মাধ্যমে তাঁদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।

সরকারি সূত্রে খবর, ভারত সরকারের 'অপারেশন সিন্ধু'-এর মাধ্যমে শুক্রবার (২১ জুন, ২০২৫) রাত ১১টা ৪০ মিনিট নাগাদ ইরান থেকে ২৯০ জন ভারতীয় শিক্ষার্থীকে নিয়ে প্রথম বিমানটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এই উদ্ধার অভিযানটি মহান এয়ারের চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে মাশহাদ থেকে পরিচালিত হচ্ছে। যার লক্ষ্য প্রায় ১,০০০ ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা। এই শিক্ষার্থীদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকার বদ্ধপরিকর এবং অপারেশন সিন্ধু সেই প্রতিশ্রুতিরই অংশ।

আরও জানা গিয়েছে, মাশহাদ থেকে প্রথম ফ্লাইট ইতিমধ্যেই পৌঁছেছে, দ্বিতীয় ফ্লাইট আশগাবাত থেকে শনিবার সকাল ১০টার দিকে অবতরণ করার কথা রয়েছে। তৃতীয় ফ্লাইটটি শনিবার সন্ধ্যায় অবতরণ করবে। এদিকে, বর্তমান পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের নিরাপদে দেশে ফেরানোর সুবিধার্থে নিজেদের আকাশসীমা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান। এমনটাই জানালেন ভারতে অবস্থিত ইরান দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন মোহাম্মদ জাভেদ হোসেইনি।

একটি সাংবাদিক সম্মেলনে হোসেইনি বলেন, "আমরা ভারতীয়দের আমাদের নিজেদের লোক মনে করি। বর্তমানে ইরানের আকাশসীমা বন্ধ থাকলেও, এই বিশেষ পরিস্থিতির কারণে আমরা ভারতীয় নাগরিকদের নিরাপদে যাওয়ার জন্য এটি খুলে দেওয়ার ব্যবস্থা করছি।" তাঁর এই মন্তব্যে দুই দেশের মধ্যে গভীর বন্ধুত্বের সম্পর্ক আরও একবার স্পষ্ট হয়ে উঠেছে। এই সিদ্ধান্তের ফলে যুদ্ধবিধ্বস্ত অঞ্চল থেকে ভারতীয়দের সরিয়ে আনার প্রক্রিয়া আরও মসৃণ হবে বলে আশা করা হচ্ছে।

ইরান ও ইজরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার আবহে ইরান থেকে ভারতীয় নাগরিকদের সরিয়ে আনার জন্য ভারত সরকার কর্তৃক চালু করা 'অপারেশন সিন্ধু'-এর অধীনে প্রথম বিমানটি আজ রাতে নয়াদিল্লি বিমানবন্দরে অবতরণ করবে।

এই বিষয়ে এক সরকারি আধিকারিক বলেন, "প্রথম বিমানটি আজ রাতে নয়াদিল্লি বিমানবন্দরে নামবে এবং শনিবার আরও দুটি বিমান আসবে।" এই পদক্ষেপটি দু'দিন আগে 'অপারেশন সিন্ধু' শুরুর পর নেওয়া হয়েছে, যার লক্ষ্য হলো সংঘাতপূর্ণ এলাকা থেকে ভারতীয় নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনা। এই উদ্ধার অভিযান ভারতীয় নাগরিকদের সুরক্ষায় সরকারের দ্রুত পদক্ষেপ।

Scroll to load tweet…

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।