গাজায় রোজ তাণ্ডব চালাচ্ছে ইজরায়েল! প্রতিদিন ৯৯ জন নিহত, ১৫ মাসে মৃতের সংখ্যা ৪৫০০০

ইজরায়েল-হামাস যুদ্ধে বিগত ১৫ মাসে গাজায় প্রায় ৪৫,০০০ মানুষ নিহত হয়েছেন, অর্থাৎ গড়ে প্রতিদিন ৯৯ জন। ইজরায়েলের অবিরাম আক্রমণে গাজায় ভয়াবহ বিনাশ ঘটেছে।

ইজরায়েল-হামাসের মধ্যে চলমান যুদ্ধ দেড় বছর পার হয়ে গেছে। তা সত্ত্বেও দু'পক্ষের মধ্যে যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। ইজরায়েল গাজার সেই সব এলাকায় আক্রমণ চালাচ্ছে যেখানে হামাস জঙ্গিরা লুকিয়ে আছে বলে সন্দেহ করা হচ্ছে। ইজরায়েলি সেনাবাহিনী গত তিন দিনে গাজার বিভিন্ন এলাকায় চালানো আক্রমণে ১৮৪ জনেরও বেশি মানুষ মারা গেছে এবং শত শত আহত হয়েছে।

১৫ মাসে ইজরায়েল প্রতিদিন ৯৯ জনকে হত্যা করেছে

Latest Videos

গাজার স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, বিগত ১৫ মাসের যুদ্ধে ইজরায়েল প্রায় ৪৫,০০০ মানুষকে হত্যা করেছে। এই হিসাবে দেখলে ৪৫৫ দিনে আইডিএফ প্রতিদিন ৯৯ জনকে হত্যা করেছে। উল্লেখ্য, এই যুদ্ধে ইজরায়েলেরও ১৫০০-এর বেশি মানুষ মারা গেছে এবং ১০০-এর বেশি এখনও হামাসের বন্দি।

কখন এবং কীভাবে যুদ্ধ শুরু হয়েছিল?

ইজরায়েল-হামাসের মধ্যে এই যুদ্ধের সূত্রপাত ৭ অক্টোবর, ২০২৩ সালে যখন গাজা থেকে হামাস জঙ্গিরা ইজরায়েল সীমান্তে চলমান একটি সঙ্গীত উৎসবে হামলা চালায়। এই হামলায় হামাস ইজরায়েলের ১২০০ জনকে হত্যা করে এবং ২৫০ জনকে জিম্মি করে। পরবর্তীকালে ইজরায়েলের পাল্টা আক্রমণে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়। সারা শহরে ধ্বংসাবশেষ এবং ভগ্ন ইমারত ছাড়া আর কিছুই চোখে পড়ে না।

ইজরায়েলের সতর্কবার্তা উপেক্ষা করা ভারী পড়েছে

উল্লেখ্য, ইজরায়েলের প্রায় ১০০ নাগরিক এখনও হামাস জঙ্গিদের বন্দি। নিজের লোকজনকে উদ্ধার করার জন্য ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ট সম্প্রতি হামাসকে কড়া সতর্কবার্তা দিয়েছিলেন, যা হামাস উপেক্ষা করে। এরপর ইজরায়েলি সেনাবাহিনী গত বৃহস্পতিবার থেকে গাজায় বিমান হামলা শুরু করে। এমনকি ইজরায়েল নববর্ষ অর্থাৎ ১ জানুয়ারিও গাজায় আক্রমণ চালিয়েছিল, যাতে ৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছিল। নিহতদের মধ্যে ১ জন মহিলা এবং ৪ জন শিশু ছিল।

Share this article
click me!

Latest Videos

WB CM Mamata Banerjee on HMPV: বাংলা জুড়ে কী আবার লকডাউন হবে? HMPV নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari Live: নন্দীগ্রাম থেকে মমতার বিরুদ্ধে হুঙ্কার শুভেন্দুর, দেখুন সরাসরি
BSF আসতেই লেজ গুটিয়ে পালাল বাংলাদেশের BGB | Malda | #shorts | #bsf | #border | #banglanews
PM Modi Roadshow Live : বিশাখাপত্তনমে মোদীজির রোড শো, সরাসরি | Asianet News Bangla
এবার বাংলাদেশী হিন্দুদের ভাতে মারার চেষ্টা, নো-বীফ খাবার হোটেল বর্জনের দাবিতে সমাবেশ