জঙ্গিদের জন্যও মৃত্যু অপেক্ষা করছিল তারা সেটা জানত না। খুনের ফল হাতেনাতে পেল তারা। গোটা ঘটনা উঠল সেই জঙ্গির গো-প্রো ক্যামেরায়।
সপ্তাহ খানেক ধরে লাগাতার নরমেধ যজ্ঞ চলছে ইজরায়েল এবং গাজা ভূখণ্ডে। যুদ্ধের বিভিন্ন ফুটেজ মিলছে সোশাল মিডিয়ায়। সম্প্রতি একটি ভিডিও অত্যন্ত ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ইজরায়েলি পরিবারকে নৃশংসভাবে খুন করছে কিছু হামাস জঙ্গি। তবে সেই জঙ্গিদের জন্যও মৃত্যু অপেক্ষা করছিল তারা সেটা জানত না। খুনের ফল হাতেনাতে পেল তারা। গোটা ঘটনা উঠল সেই জঙ্গির গো-প্রো ক্যামেরায়। দেখুন হাড় হিম করা ভিডিও।