Israel Hamas war: হিন্দুত্বকে উপড়ে ফেলার নিদান হামাস নেতার, কেরল সমাবেশে ভাষণ ঘিরে তীব্র চাঞ্চল্য

Published : Oct 29, 2023, 09:39 AM IST
Hamas leader Khaled Mashal

সংক্ষিপ্ত

ইতিমধ্যেই রাষ্ট্রসঙ্ঘে জর্ডনের আনা প্রস্তাবেই সায় দিয়ে হামাস বিরোধিতা শুরু করেছে ভারত। এবার এই হামাস নেতার বক্তব্যে নতুন করে তৈরি হয়েছে চাঞ্চল্য।

হামাস-ইজরায়েল সংঘর্ষে এবার নতুন করে শোরগোল শুরু হল। কেরলে হামাসের এক শীর্ষ নেতার ভার্চুয়াল বক্তৃতা ঘিরে নতুন করে তৈরি হ চ্ছে বিতচ্ছে। উল্লেখ্য ইতিমধ্যেই রাষ্ট্রসঙ্ঘে জর্ডনের আনা প্রস্তাবেই সায় দিয়ে হামাস বিরোধিতা শুরু করেছে ভারত। এবার এই হামাস নেতার বক্তব্যে নতুন করে তৈরি হয়েছে চাঞ্চল্য।

কী বলেছেন হামাসের শীর্ষ নেতা?

সূত্রের খবর সম্প্রতি কেরলের একটি ভার্চুয়াল ভাসনে হিন্দুত্ব নিয়ে তীবে কটাক্ষ করেছে এক হামাস নেতা। গত শুক্রবার মালাপুরমে জামাত-ই-ইসলামিক যুব সংগঠনের একটি বৈঠকে পবক্তব্য রাখেন হামাস নেতা খালেদ মাশেল। এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে খালেদ হিন্দিত্বকে উপরে ফেলার নিদান দিয়েছেন। এই বক্তব্যের ভিডিও প্রকাশ্যে আস্তেই শোরগোল পড়ে যায়। এখানেই শেষ নয় কেরল পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি কে সুরেন্দ্রন।

কী বললেন বিজেপির রাজ্য সভাপতি কে সুরেন্দ্রন?

কেরলের ঘটনার তীব্র -প্রতিবাদ জানিয়েছন সুরেন্দ্রন। এই প্রসঙ্গে সুরেন্দ্রন বলেছেন,'মালাপুরম সলিডারিটি ইভেন্টে হামাস নেতার বক্তব্য উদ্বরগজনক। পিনারাই বিজয়ন এই হামাস সংন্ত্রাসীদের জঙ্গিদের 'যোদ্ধা' বলেন। তরুণ মনে হামাস নেতার বক্তব্য গভীর প্রভাব ফেলতে পারে। তিনি হিন্দুত্বকে উপড়ে ফেলার আহ্বান জানাচ্ছেন। এটা কখনই কাম্য নয়।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর হামাস জঙ্গিরা ইজরায়েলের বিরুদ্ধে স্থল, জল আর আকাশ পথে হামলা একযোগে হামলা চালিয়েছিল। ইজরায়েলের কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ করে দিয়েছিল। কিন্তু তারপর থেকেই প্যালেস্টাইনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইজরায়েল। সেই থেকে ক্রমাগত গাজাস্ট্রিপ লক্ষ্য করে একনাগাড়ে হামলা চালিয়ে যাচ্ছে। তাতে পুরোপুরি বিধ্বস্ত গাজা। স্যাটেলাইট ইমেজই প্রমাণ দিচ্ছে যুদ্ধের আগের আর পরের গাজার বিশাল পরিবর্তন।

আরও খবর পেতে চোখ রাখুন আমাদের হোয়াটস অ্যাপ চ্যানেলে: https://whatsapp.com/channel/0029Va9a73wK0IBjbT91jj2D

PREV
click me!

Recommended Stories

News Round Up: বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা থেকে সিরিজ থেকে ছিটকে গেলেন অজি পেশার, সারাদিনের খবর এক ক্লিকে
ইন্দোনেশিয়ার জাকার্তার বহুতলে বিধ্বংসী আগুন, দুর্ঘটনায় মৃত অন্তত ২০ জন