Israel Vs Hamas: হামাসদের জব্দ করতে বড় পদক্ষেপ ইজরায়েলের, না খাইয়ে মারার প্রচেষ্টা গাজার মানুষকে

ইজরায়েলের কঠোর অবরোধ। খাবার আর জল পর্যন্ত ঢুকতে পারবে না গাজায়। বন্ধ করে দেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগও।

 

ক্রমশই ভয়ঙ্কর আকার নিচ্ছে ইজরায়েল-প্যালেস্টাইন দ্বন্দ্ব। হামাস অধ্যুষিত গাজাকে কবজা করতে মরিয়া ইজরায়েল। কঠোর অবরোধের নির্দেশ দিয়েছে ইজরায়ের। বলা হয়েছে অবরোধ এতটাই কঠোর করা হয়েছে যে খাবার আর জল পর্যন্ত ঢুকতে পারবে না গাজায়। বন্ধ করে দেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগও। ইজরায়েসের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, 'পশুর মত আচরণকারী মানুষদের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবেই গাজা অবরোধ করা হচ্ছে।' শনিবার গাজা থেকেই ইজরায়েলের দিকে হামলা চালিয়েছিল হামাসরা। কিন্তু হামলার মাত্র দুই দিনের মধ্যেই গাজার দক্ষিণ অঞ্চল ইজরায়েল সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে বলেও দাবি করেছে।

২০০৭ সালে প্যালেস্টাইনের থেকে গাজা দখল করে নিয়েছিল হামাস জঙ্গিরা। তারপর থেকেই গাজার নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছিল। তারপর থেকেই ইজরায়েল ও মিশর গাজার ওপর বিভিন্ন স্তরে অবরোধ আরোপ করেছিল। সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, গাজার অধিকাংশ নিয়ন্ত্রণে রাখার চেষ্ট করা হচ্ছে। তবে এখনও বিভিন্ন এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে।

Latest Videos

ইজরায়েলের রাজধানী তেল আবিব যুদ্ধ ঘোষণার পর থেকেই একাধিক জায়গায় কঠোর অবরোধ শুরু হয়ে গেছে। হামাসদের কাছ থেকে মোট চারটি স্থান যদি দখল করে নিতে পারে ইজরায়েলি সেনা তাহলেই যুদ্ধে কৌশলগত দিক থেকে অনেকটাই এগিয়ে যাবে । দুই পক্ষের এখনও পর্যন্ত ১১০০ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা কয়েক হাজার।

দিনের শুরু থেকেই ইজরায়েল গাজা উপত্য়কায় একের পর এক বোমা হামলা করছে। শক্তিশালী বোমা ফেলা হয়েছে। এপর্যন্ত ৫০০ হামাস জঙ্গি নিহত হয়েছে। হামাসের মুখপাত্র আবদেল-লতিফ আল-কানুয়া বলেছেন, যোদ্ধারা গাজার বাইরে থেকে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। অনেক ইজরায়েলিকে বন্দি করা হয়এছে। প্যালেস্টিনিয়দের মুক্তি তাদের প্রধান উদ্দেশ্য।

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia