Israel-Palestine war: যুদ্ধ থামানোর প্রশ্নই নেই, প্রবল আন্তর্জাতিক চাপের পরেও বার্তা ইজরায়েলের প্রধান নেতানিয়াহুর

Published : Nov 07, 2023, 05:58 PM IST

ইজরায়েল-হামাস যুদ্ধের এক মাস। এখনও দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড়। এই অবস্থায় ইজরায়েলের ওপর যুদ্ধ বিরতির জন্য চাপ বাড়ছে। 

PREV
110
যুদ্ধের এক মাস

গত ৭ অক্টোবর ইজরায়েল লক্ষ্য করে প্রায় ৫ হাজার রকেট দিয়ে হামলা চালিয়েছিল। প্রথমে বিপর্যস্ত হয়ে গেলে তারপর পাল্টা হামলা চলায় ইজরায়েল।

210
ইজরায়েলের হামলা

হামাসের প্রথম হামলার পরই ইজরায়েল কড়া আর কঠোর পদক্ষেপ নেয়। ভয়ঙ্কর হামলা চালায়। ইজরায়েলের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা স্ট্রিপ।

310
আন্তর্জাতিক চাপ

ইজরায়েলের ভয়ঙ্কর আক্রমণে ধ্বংসপুরীতে পরিণত হয়েছে। মৃত্যু মিছিল চলছে। এই অবস্থায় ইজরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে।

410
রাষ্ট্রসংঘের সমালোচনা

ইজরায়েলের এই হামলার কারণে রাষ্ট্রসংঘ প্রবল সমালোচনা করেছে। যুদ্ধ থামাতেও আবেদন জানিয়েছে।

510
প্রবল আন্তর্জাতিক চাপ

ইজরায়েলের ওপর প্রবল আন্তর্জাতিক চাপ রয়েছে। এই আমেরিকাও সম্প্রতী যুদ্ধ বিরতির কথা বলেছে। এই অবস্থায় ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুদ্ধ বিরতির কথা বললেন।

610
নেতানিয়াহুর বার্তা

বেঞ্জামিন নেতানিয়াহু সাফ জানিয়ে দেন যুদ্ধ থামানোর কোনও প্রশ্নই নেই। তবে সাময়িক যুদ্ধ বিরতিতে যেতে পারে ইজরায়েল।

710
ত্রাণের কারণে যুদ্ধ বন্ধ

নেতানিয়াহু জানিয়েছেন যুদ্ধ বিধ্বস্ত গাজায় ত্রাণ ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য কিছু সময়ের জন্য যুদ্ধ বন্ধ রাখতে ইজরায়েলের কোনও আপত্তি নেই।

810
পণবন্দিদের জন্য যুদ্ধ বিরতি

ইজরায়েল সূত্রের খবর পণবন্দিদের মুক্তির জন্যই কিছু সময়ের জন্য ইজরায়েলের সেনা বাহিনী যুদ্ধ বিরতির পথে হাঁটতে পারে।

910
হামাসের বিনাস

হামাসকে পুরোপুরি ধ্বংস করাই ইজরায়েলের উদ্দেশ্য ছিল। এখনও তাই রয়েছে। সেই কারণে যুদ্ধে ইতি টানার কোনও প্রশ্নই নেই।

1010
যুদ্ধে গাজায় মৃত্যু

ইজরায়েলের হামলায় গাজায় এখনও পর্যন্ত ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে হামাস স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে। তবে হামাসের পাশে দাঁড়িয়েছে ইজবুল্লা গোষ্ঠী।

click me!

Recommended Stories