Israel War: ইজরায়েলের বিমান হানার বলি ৩০, প্যালেস্টাইনের একটি বাড়ি মিশিয়ে দিল মাটিতে

Published : Oct 23, 2023, 12:41 PM IST
Israel Palestine war Israeli air strike hits house in Gaza kills 30 bsm

সংক্ষিপ্ত

গাজার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ছিটমহলে গত ২৪ ঘণ্টায় ইজরায়েলের হামলার ১১৭টি শিশুর মৃত্যু হয়েছে। প্রাপ্তবয়স্ক ২৬৬ জনের মৃত্যু হয়েছে। 

গাজা একটি বহুতল লক্ষ্য করে হামলা চালাল ইজরায়েলের বিমান বাহিনী। সোমবার প্যালেস্টাইনের মিডিয়া জানিয়েছে ভয়ঙ্কর হামলায় বাড়িটি পুরোপুরি মাটির সঙ্গে মিশে গেছে। এই ঘটনা কমপক্ষে ৩০ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। বাড়িতে জাবালিয়া শরণার্থী শিবিরের আল -শুহাদা এলাকায় অবস্থিত ছিল। প্যালেস্টাইনের মিডিয়া রিপোর্টে এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। বলা হয়েছে বিমান হামলার জেরে বাড়িটির আশেপাশের বাড়ি গুলি রীতিমত ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধুমাত্র একটি বাড়িকে টার্গেট করে কেন এই হামলা করেছে ইজরায়েল তাই নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ছিটমহলে গত ২৪ ঘণ্টায় ইজরায়েলের হামলার ১১৭টি শিশুর মৃত্যু হয়েছে। প্রাপ্তবয়স্ক ২৬৬ জনের মৃত্যু হয়েছে। ইজরায়েস এবার হামাসদের ছেড়ে সাধারণ মানুষকেও টার্গেট করছে বলে অভিযোগ প্যালেস্টাইনের। প্যালেস্টাইন আরও বলেছেন গাজা থেকে হামাসরা গত ৭ অক্টোবর হামলা করেছিল। তারপর থেকে এপর্যন্ত ইজরায়েলের হামলায় কমপক্ষে ৪৬০০ জনের মৃত্যু হয়েছে। নিহত ১৪০০ হামাস জঙ্গি। যুদ্ধ ক্রমশই ব্যাপক আকার নিচ্ছে।

ইজরায়েল-হামাস যুদ্ধের মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমশই অবনতি হয়েছে। জড়িয়ে পড়ছে একাধিক দেশ। ইজরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা সোমবার ভোরে লেবাননের দুটি হিজবুল্লাহ সেলকে আঘাত করেছে। এরাই ইজরায়েলের দিকে অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল ও রকেট ছুঁড়েছিল। অন্যদিকে ইজরায়েলের প্রধান নেতানিয়াহু আবারও লেবাননকে হুঁশিয়ারি দিয়েছেন। বলেছেন যুদ্ধে যদি তারা নাকগলায় তাহলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। শুরু হয়ে যাবে দ্বিতীয় লেবানন যুদ্ধ।

তবে ইজরায়েলও কিছুটা সমস্যায় পড়েছে। কারণ হামাসদের টার্গেট করতে গিয়ে প্রতিবেশী সিরিয়ায় আছড়ে পড়েছে ইজরায়েলের ক্ষেপণাস্ত্র। রবিবার দামেস্ক ও পালেপ্পা আন্তর্জাতিক বিমান বন্দরে আঘাত করে মিসাইল। যাতে দুটি বিমান বন্দরের পরিষেবা ব্যবহত হয়েছে। দুই কর্মীর মৃত্যু হয়েছে বলেও জানিয়েছে সিরিয়া। ইজরায়েলের একটি ট্যাঙ্ক মিশর সীমান্ত অতিক্রম করেছে। ট্যাঙ্কের ধাক্কায় মিশরের কয়েকজন সীমান্তরক্ষী বাহিনী আহত হয়েছে। এই ঘটনারও তীব্র নিন্দা করেছে মিশর।

Cyclone forecasted: পুজোর মধ্যেই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস হাওয়া অফিসের, গভীর নিম্নচাপ দিঘার সমুদ্রে

Human Trafficking: দিল্লিতে সুইস মহিলা খুনে মানব পাচারচক্রের হাত? তেমনই তথ্য হাতে আসছে পুলিশের

পুজোর নতুন জামা নিয়ে দুই ভাইয়ের ঝগড়া, গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী দাদাস

PREV
click me!

Recommended Stories

News Round Up: কলকাতায় পা রাখছেন মেসি থেকে শুরু করে শুভেন্দুর নিশানায় মমতা, সারাদিনের খবর এক ক্লিকে
মার্কিন মুলুকে গিয়ে সন্তান প্রসবের ইচ্ছা! ভারতীয় পর্যটকদের জন্য ভিসা নীতিতে বদল ট্রাম্প সরকারের