সিরিয়ায় পরমাণু বোমা হামলা ইজরায়েলের, তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল বছর শেষে

Published : Dec 27, 2024, 11:43 AM IST
nuclear bombing

সংক্ষিপ্ত

কিছু রিপোর্টে বলা হয়েছে সিরিয়ার ওপর এই হামলায় একটি ছোট্ট পরমাণু অস্ত্র ব্যবহার করেছিল ইজরায়েল। যার কারণে ভূমিকম্প ও রেডিয়েশন বৃদ্ধির আশঙ্কা রয়েছে। 

তাহলে কী শুরু হয়ে গেল তৃতীয় বিশ্বযুদ্ধ! প্রশ্ন তুলে দিল ইজরায়েলের সিরিয়া হামলা। গত ১৬ ডিসেম্বর ইজরায়েল সিরিয়ার উপকূলীয় শহর তারতুসে অবস্থায় অস্ত্রাগারে একটি বড় হামলা চালায়। সেই হামলায় স্কাউ মিসাইল নির্মাণের ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে বলে জানা গিয়েছে। তবে বিশেষজ্ঞদের রিপোর্ট অনুযয়ী এই হামলায় ক্ষতি প্রত্যাশার চেয়ে অনেক বেশি হয়েছে।

 

কিছু রিপোর্টে বলা হয়েছে সিরিয়ার ওপর এই হামলায় একটি ছোট্ট পরমাণু অস্ত্র ব্যবহার করেছিল ইজরায়েল। যার কারণে ভূমিকম্প ও রেডিয়েশন বৃদ্ধির আশঙ্কা রয়েছে। হামলার পরে তারতুসে ৩.০ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। যার বিস্তার ছিল তুরস্কের ইজনিক পর্যন্ত। যা ঘটনাস্থল থেকে প্কায় ৮২০ কিলোমিটার দূরে অবস্থিত। তবে এখানেই শেষ নয়, এই হামলার প্রায় ২০ ঘণ্টা পরে তুরস্ত ও সাইপ্রাসে রেডিয়েশন স্তর আচমকা বেড়ে যায় বলেও রেকর্ড করেছে ইউরোপীয় ইউনিয়ন। এই দুটি ঘটনার ওপর দাঁড়িয়ে ইজরায়েল পরমাণু হামলা করেছে বলে নিশ্চিত হচ্ছেন বিশেষজ্ঞরা।

অন্যদিকে রুশ মিডিয়া দাবি করেছে ইজরায়েল এই হামলার সময় নতুন প্রতারের একটি মিসাইল ব্যবহার করেছে। যা যুদ্ধজাহাজ থেকে নিক্ষেপ করা হয়েছে। কিন্তু অন্য রিপোর্টে বলা হয়েছে আমেরিকা নির্মিত B16 পারমাণবিক বোমা ব্যবহার করা হয়েছে। সিরিয়া-ইজরায়েল যুদ্ধ নিয়ে উত্তেজনা ক্রমশই বাড়ছে।

ইজরায়েল শান্তি মিশন আরও ৬ মাসের জন্য বাড়িয়েছে। কিন্তু তারপরেও দুই দেশের রণংদেহী মনোভাবের কারণে শান্তি অধরা রয়েছে। কারণ ইজরায়েলের মতই সিরিয়াও সীমান্ত এলাকায় সেনা তৎপরতা বাড়িয়েছে। তাই বিশেষজ্ঞরা মনে করছেন ইজরায়েলের হাত ধরেই তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হতে পারে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

৪০ মিনিট অপেক্ষার পরও দেখা হলো না রুশ প্রেসিডেন্টের সঙ্গে, পুতিনের ওপর চটলেন শাহবাজ শরিফ
LIVE NEWS UPDATE: Messi in Kolkata - ঘিরে রাখা মেসিকে দেখতেই পেলেন না অনেকে? এত টাকা খরচ করে টিকিট! যুবভারতীতে বিশৃঙ্খলা