কাজাকস্তানের পর দক্ষিণ কোরিয়া, কয়েকদিনের ব্যবধানে ফের বিমান দুর্ঘটনা, বাড়ছে মৃত্যু

Published : Dec 29, 2024, 08:21 AM ISTUpdated : Dec 29, 2024, 08:57 AM IST
Flight

সংক্ষিপ্ত

কয়েকদিনের ব্যবধানে পরপর বিমান দুর্ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিমান ও রানওয়ের সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

বছরের শেষদিকে উৎসবের মরসুমে পরপর বিমান দুর্ঘটনা, মৃত্যু। ২৫ ডিসেম্বর কাজাকস্তানের আকাতুর কাছে আজারবাইজান এয়ারলাইন্সের বিমান ভেঙে পড়ে ৩৮ জনের মৃত্যু হয়েছে। রবিবার সকালে দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনার কবলে পড়ল জেটু এয়ারের বিমান। এই বিমানে ছিলেন ১৮১ জন। তাঁদের মধ্যে অন্তত ৪৭ জনের মৃত্যু হয়েছে। ২ যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রবিবার স্থানীয় সময় অনুযায়ী সকাল ৯টা বেজে ৭ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্কক থেকে বিমানটি দক্ষিণ কোরিয়ায় আসে। মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গিয়ে বেষ্টনীতে ধাক্কা মারে বিমানটি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি, ভিডিওতে দেখা যাচ্ছে, ধাক্কা মারার পরেই বিমানে আগুন ধরে যায়। ধোঁয়ায় ভরে যায় চারদিক। বিমান থেকে আগুনের ফুলকিও ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার পর উদ্ধারকার্য শুরু

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানে ১৭৫ জন যাত্রী এবং ৬ জন ক্রু মেম্বার ছিলেন। যাত্রীদের মধ্যে ১৭৩ জন ছিলেন দক্ষিণ কোরিয়ার নাগরিক। ২ জন ছিলেন থাইল্যান্ডের নাগরিক। বিমানটি দুর্ঘটনার কবলে পড়ার পরেই উদ্ধারকার্য শুরু হয়। গুরুতর জখম অবস্থায় ২ যাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে গিয়েছেন জরুরি পরিষেবা বিভাগের কর্মীরা। বিমানের যাত্রীদের মধ্যে আরও কেউ বেঁচে আছেন কি না, সে বিষয়ে খোঁজ চলছে।

মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম দুর্ঘটনা

দক্ষিণ কোরিয়ার দক্ষিণ জিওলা প্রদেশে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিমানবন্দরে রবিবারই প্রথম বড় দুর্ঘটনা ঘটল। উদ্ধারকার্য শেষ হওয়ার পর তদন্ত শুরু হবে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে, বিমানটির ল্যান্ডিং গিয়ার অকেজো হয়ে পড়েছিল। এই কারণেই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

১০০ জনেরও বেশি যাত্রী নিয়ে ভেঙে পড়ল বিমান! কাজাখস্তান বিমানবন্দরের কাছে ভয়াবহ দুর্ঘটনা

পাকিস্তানের বিমান হানার বদলা! ১৫০০০ তালিবান জঙ্গি নেমে পড়েছে প্রতিশোধ নিতে

Viral Vedio: 'ফ্লাইট আমেরিকায় নিয়ে যাও' মাঝ আকাশে বিমান হাইজ্যাকের চেষ্টা যাত্রীর!

PREV
click me!

Recommended Stories

News Round Up: কলকাতায় পা রাখছেন মেসি থেকে শুরু করে শুভেন্দুর নিশানায় মমতা, সারাদিনের খবর এক ক্লিকে
মার্কিন মুলুকে গিয়ে সন্তান প্রসবের ইচ্ছা! ভারতীয় পর্যটকদের জন্য ভিসা নীতিতে বদল ট্রাম্প সরকারের