৪ মাসে ৩ বার! কানাডার সারেতে কপিল শর্মার ক্যাফে লক্ষ্য করে ফের গুলি

Published : Oct 16, 2025, 08:43 PM IST
Kapil Sharma's Kap's Cafe

সংক্ষিপ্ত

Kapil Sharma's Kap's cafe: কানাডার (Canada) সারেতে (Surrey) অভিনেতা ও কৌতূকশিল্পী কপিল শর্মার মালিকানাধীন ক্যাপস ক্যাফেতে বারবার গুলি চালানোর অভিযোগ উঠছে। ফলে এই ক্যাফের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

DID YOU KNOW ?
কানাডায় খালিস্তানি দাপট
কানাডায় দীর্ঘদিন ধরেই সক্রিয় খালিস্তানিরা। তারা হিন্দু ধর্মাবলম্বীদের উপর হামলা চালাচ্ছে।

Firing at Kapil Sharma's Kap's cafe: চার মাসে তিনবার! কানাডার (Canada) সারেতে (Surrey) কপিল শর্মার মালিকানাধীন ক্যাপস ক্যাফেতে ফের গুলি চালানোর অভিযোগ উঠল। বৃহস্পতিবার এক বন্দুকবাজ এই ক্যাফে লক্ষ্য করে গুলি চালায়। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ছড়িয়ে পড়েছে। কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের (Lawrence Bishnoi) সহযোগী কুলবীর সিধু (Kulveer Sidhu) ও গোল্ডি ধিঁলো (Goldy Dhillon) সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে এই হামলার দায়স্বীকার করেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, ক্যাপস ক্যাফেতে কয়েক রাউন্ড গুলি চালানো হয়েছে। ফলে সেই সময় যাঁরা এই ক্যাফেতে ছিলেন, তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। এর আগে যখন এই ক্যাফেতে হামলা চালানো হয়েছিল, তখন বিস্তর ক্ষয়ক্ষতি হয়। ফলে বেশ কিছুদিন ক্যাফে বন্ধ রাখতে হয়। সম্প্রতি নতুন করে এই ক্যাফে চালু করা হয়। কিন্তু সেখানে ফের গুলি চালানো হল। একই জায়গায় বারবার হামলার ফলে কানাডার আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ

কপিলের বিরুদ্ধে শিখদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ উঠেছে। সেই কারণেই হামলা চালানো হতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। তবে তাঁরা অন্য দিকও খতিয়ে দেখছেন। আর্থিক বিষয় নিয়ে গোলমালের কারণেও হামলা চালানো হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। সোশ্যাল মিডিয়া পোস্টে হামলাকারীরা লিখেছে, ‘আজ সারের ক্যাপস ক্যাফেতে যে গুলি চলেছে, তা চালিয়েছি আমি কুলবীর সিধু ও গোল্ডি ধিঁলো। সাধারণ মানুষের প্রতি আমাদের কোনও আক্রোশ নেই। তবে যারা আমাদের টাকা দেবে না বা আমাদের সঙ্গে প্রতারণা করবে, তাদের সতর্ক করে দিচ্ছি। বলিউডের (Bollywood) যারা আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলবে, তাদের তৈরি থাকা উচিত। যে কোনও জায়গা থেকেই গুলি আসতে পারে।’

জুলাই থেকে বারবার হামলা

ক্যাপস ক্যাফেতে প্রথম হামলা চালানো হয় চলতি বছরের ১০ জুলাই। এরপর ৭ অগাস্ট দ্বিতীয়বার গুলি চলে। এরপর বৃহস্পতিবার তৃতীয়বার হামলা চালানো হল। তবে কোনওবারই কারও গায়ে গুলি লাগেনি। শুধু ক্যাফের জানলা, আসবাবের ক্ষতি হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
কানাডার সারেতে কপিল শর্মার ক্যাফেতে তৃতীয়বার গুলি চালানো হল।
জুলাই থেকে অক্টোবরের মধ্যে কানাডার সারেতে অভিনেতা কপিল শর্মার ক্যাফেতে তৃতীয়বার হামলা চালানো হল।
Read more Articles on
click me!

Recommended Stories

জর্ডানের সঙ্গে পুরনো বাণিজ্য সম্পর্ক পুনরুদ্ধার করা হবে, আন্তরিক আহ্বান মোদীর
News Round UP: ফুটবল আইকনকে অপব্যবহারের অভিযোগ থেকে দিল্লিতেও মেসি ম্যাজিক, সারাদিনের খবর এক ক্লিকে