Khalistani separatists in Canada: কানাডায় বেশ কিছুদিন ধরেই খালিস্তানপন্থীদের দাপট দেখা যাচ্ছে। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Prime Minister Narendra Modi) উপস্থিতিতে জি ৭ (G7 summit) সম্মেলন চলাকালীন ফের খালিস্তানিদের দাপট দেখা যাচ্ছে।

G7 summit in Canada: কানাডায় (Canada) জি ৭ সম্মেলনে (G7 summit) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Prime Minister Narendra Modi) উপস্থিতি নিয়ে হিংসাত্মক বিক্ষোভ খালিস্তানিদের (Khalistani extremists)। কানাডার আলবের্তা (Alberta) কানানাস্কিস (Kananaskis) শহরে এবারের জি ৭ সম্মেলন হচ্ছে। সেখানে ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি (Mark Carney)। এই সিদ্ধান্তের বিরোধিতা করে রাস্তায় নেমে তাণ্ডব দেখাল খালিস্তানিরা। তাদের স্লোগান হল, ‘মোদীর রাজনীতি খতম করো’। এই দাবি করা হয়েছে কানাডার প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (US President Donald Trump) উদ্দেশ্যে 'ভারতের রাজনীতি খতম' করার ডাক দিয়েছে খালিস্তানিরা। তারা ভারতকে 'বলকানাইজ' অর্থ্যাৎ ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার ডাকও দিয়েছে। এই ঘটনায় কানাডায় খালিস্তানিদের দাপট এবং তাদের উদ্দেশ্য স্পষ্ট হয়ে গিয়েছে।

কানাডায় পৌঁছলেন প্রধানমন্ত্রী

মঙ্গলবার সাইপ্রাস (Cyprus) থেকে কানাডায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী। তিনি কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে জানা গিয়েছে। এছাড়া জার্মানি (Germany), ইটালি (Italy) ও ইউক্রেনের (Ukraine) রাষ্ট্রপ্রধানের সঙ্গে মোদীর বৈঠক করার কথা রয়েছে। খালিস্তানিদের তাণ্ডবের জেরে জি ৭ সম্মেলনে কোনওরকম বিঘ্ন ঘটবে কি না, সে বিষয়ে অবশ্য সংশয় রয়েছে।

ভারতের জাতীয় পতাকার অবমাননা খালিস্তানিদের

কানাডার সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, কয়েকজন খালিস্তানি ভারতের জাতীয় পতাকার উপর তাদের রাগ প্রকাশ করে এবং এই পতাকা ছিঁড়ে দেয়। বিক্ষোভের সময় তিনটি মাইক্রোফোনের মাধ্যমে হিংসায় উস্কানি দেওয়া হচ্ছিল। অতীতেও খালিস্তানিরা একাধিকবার ভারতের জাতীয় পতাকার অবমাননা করেছে। এবারও তারা একই পন্থা নিয়েছে। মোদীর বিরোধিতা করে গানও বেঁধেছে খালিস্তানিরা। তারা সেই গান বাজাচ্ছে। কানাডা সরকার মত প্রকাশের স্বাধীনতার কথা বলে এই গান বাজাতে দিচ্ছে। কানাডায় খালিস্তানিরা অত্যন্ত প্রভাবশালীরা। তারা ভারত-বিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। কানাডায় সরকার পরিবর্তন হলেও, খালিস্তানিদের দাপট বিন্দুমাত্র কমেনি। তারা এখনও ভারত-বিরোধিতা চালিয়ে যাচ্ছে। জি ৭ সম্মেলন চলাকালীন একই ঘটনা দেখা যাচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।