Iran Israel Clash: নৌবহরে এগিয়ে মধ্যপ্রাচ্যের কোন দেশ? কত অস্ত্র রয়েছে ইজরায়েল-ইরানের কাছে? জানুন এক ক্লিকে

Published : Jun 16, 2025, 04:20 PM IST

Iran VS Israel Conflict: ইজরায়েল-ইরানের মধ্যে টানা চতুর্থ দিনেও যুদ্ধ অব্যাহত। রবিবার রাতে ইরানের বিদেশ মন্ত্রণালয়ে ইজরায়েল হামলা চালায়, যাতে ১০০ জনেরও বেশি লোক আহত হয়। যদি দুই দেশের মধ্যে ভয়াবহ যুদ্ধ হয়, তাহলে কে কার উপর বেশি আঘাত হানবে? 

PREV
16
মোট সম্পদ

সমুদ্রে শক্তির কথা বললে, ইজরায়েলের কাছে মোট ৬২টি সম্পদ আছে। অন্যদিকে, ইরানের কাছে সমুদ্রের জন্য মোট ১০৭টি সম্পদ আছে।

26
কর্ভেট

ইসরায়েলের কাছে মোট ৭টি কর্ভেট আছে। অন্যদিকে, ইরান এই ক্ষেত্রে পিছিয়ে এবং তার কাছে মাত্র ৩টি কর্ভেট আছে।

46
সাবমেরিন

ইসরায়েলের কাছে সাবমেরিন বা ডুবোজাহাজের সংখ্যা ৫। অন্যদিকে, ইরানের কাছে ২৫টি ডুবোজাহাজ আছে। অর্থাৎ ইরান এখানেও ইসরায়েলের থেকে এগিয়ে।

56
পেট্রোল জাহাজ

পেট্রোল জাহাজের ক্ষেত্রে ইসরায়েল এগিয়ে। তার কাছে ৪৬টি পেট্রোল জাহাজ আছে, যখন ইরানের কাছে মাত্র ২১টি।

66
মাইন ওয়ারফেয়ার

মাইন ওয়ারফেয়ারে ইরান এগিয়ে। তার কাছে ১টি মাইন ওয়ারফেয়ার আছে, যখন ইসরায়েলের কাছে একটিও নেই।

সূত্র - গ্লোবাল ফায়ারপাওয়ার

Read more Photos on
click me!

Recommended Stories