Viral Video: অনুষ্ঠানের মধ্যেই হুড়মুড়িয়ে ঢুকে পড়ল আইসক্রিম বোঝাই , পিষে ফেলল ২৯ শিশুকে

Published : May 03, 2024, 07:54 PM IST
Kyrgyzstan truck loaded with ice cream drove into ceremony 29  children hit watch video bsm

সংক্ষিপ্ত

কিরঘিজস্থানে একটি অনুষ্ঠান হচ্ছিল। পাহাড়ের ওপর হচ্ছিল অনুষ্ঠানটি। শিশুদের সঙ্গে তাদের অভিভাবকরাও ছিল। সেই সময়ই একটি ট্রাক সেই এলাকায় আসে। 

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি মর্মান্তিক দুর্ঘটনা। কিরগিজস্তানে একটি অনুষ্ঠানের মধ্যে ঢুকে পড়ে একটি আইসক্রিম বোঝাই ট্রাক। ট্রাকের ধাক্কায় ২৯ জন শিশুর মৃত্যু হয়েছে। পাহাড়ের ঢাল বেয়ে ট্রাকটি গড়িয়ে যায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ট্রাকের ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। তাতেই এই দুর্ঘটনা।

কিরঘিজস্থানে একটি অনুষ্ঠান হচ্ছিল। পাহাড়ের ওপর হচ্ছিল অনুষ্ঠানটি। শিশুদের সঙ্গে তাদের অভিভাবকরাও ছিল। সেই সময়ই একটি ট্রাক সেই এলাকায় আসে। আচমকাই পাহাড়ের ঢাল বেয়ে নিচের দিকে গড়িয়ে যায়। বেশ কিছু জনতার ওপর দিয়ে ট্রাকটি চলে যায়। কিন্তু এই ভয়ঙ্কর দুর্ঘটনার ছবি ধরা পড়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখুন সেই ভিডিওঃ

 

 

ট্রাকটি ধাক্কা মারে ২৯ জন শিশুকে ধাক্কা মেরে হত্যা করেছে। এই ঘটনায় ১৮ জন শিশু আহত হয়েছে। তাদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। আহত শিশুদের বয়স ৯-১৬ বছরের মধ্যে। গোটা ঘটনার ভিডিও ফুটেজ একটি ড্রোন ক্যামেরার মাধ্যমে ধরা পড়েছে।

সেখানেই দেখা গেছে, পাহাড়ের ওপর ঘাসের ওপর বসেছিল অনেক শিশু। অনেকেই দাঁড়িয়েছিল। সেখানেই ঢুকে পড়ে ট্র্যাকটি। এই অনুষ্ঠানটি ছিল একটি পোশাকের অনুষ্ঠান। মানস মহাকাব্য অনুসারে প্রাক্তন সোভিয়েত প্রজাতন্ত্রের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করা হয়েছিল। অনুষ্ঠানে ঐতিহ্যবাসী পোশাক ও সৈনিকের পোশাক পরা হয়েছিল। অনুষ্ঠানের মধ্যে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে।

গাড়িটি আটকাতে স্থানীয় নিরাপত্তারক্ষীরা ছুটে যায় ট্র্যাকের দিকে। তারা বুঝতেই পেরেছিল যে ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়েছে। অনুমান করা হচ্ছে নীল হুন্ডাই পোর্টার পিকআপ ট্রাক ঘণ্টায় ৩০ মাইল বেগে পৌঁছেছে। প্রথমে এটি মাউন্ট করা ঘোড়াগুলির একটি লাইনের মধ্য দিয়ে যায় যাদের আরোহীরা সময়ের সঙ্গে সঙ্গে তাদের পথ থেকে সরিয়ে দিতে সক্ষম হয়েছিল। তারপর ট্র্যাকটি ঢুকে যায় একটি তাঁবুর মধ্যে। স্থানীয় একজন ট্র্যাকের চালকের আসনে পৌঁছে গিয়ে গাড়িটি থামায়। স্বাস্থ্যমন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন ট্র্যাকটি থেকে আইসক্রিম বিক্রি করা হচ্ছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

PREV
click me!

Recommended Stories

বিস্ফোরক বা মাদক আছে বলে সন্দেহ, লন্ডনে মহসিন নকভির গাড়ি তল্লাশি পুলিশের
LIVE NEWS UPDATE: 'মমতার বিরুদ্ধেও প্রার্থী দেবো'! নতুন দল নিয়ে হুমায়ুন কবীরের বড় চ্যালেঞ্জ তৃণমূলকে