মাচাদোর ট্রাম্পকে নোবেল 'দান', কী ব্যাখ্যা নোবেল কমিটির? কী হবে ১০ কোটি আর্থিক পুরস্কারের

Published : Jan 17, 2026, 10:20 AM IST

ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মাচাদোর ট্রাম্পকে নোবেল পুরস্কার দান নিয়ে বিতর্ক দানা বাঁধছে। বিরাট অঙ্কে আর্থিক পুরস্কারের কী হবে তাই নিয়েও প্রশ্ন উঠেছে। নোবেল প্রাইজ এভাবে বিলি করে দিলে কী হতে পারে? তারই ব্যাখা দিয়েছে নরওয়ের নোবেল কমিটি। 

PREV
15
মাচাদোর ট্রাম্পকে নোবেল 'দান'

ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাঁর নোবেল শান্তি পুরস্কার দিয়ে দিয়েছেন। ট্রাম্পও তা গ্রহণ করেছেন। এমনটাই তিনি সাংবাদিকদের সামনে দাবি করেছেন। হোয়াইট হাউস সূত্র এমনটাই দাবি করেছেন। কিন্তু এখন প্রশ্ন এভাবে কি কেউ নিজের নোবেল প্রাইজ অন্য কাউকে দিতে পারেন? নোবেল প্রাইজ এভাবে বিলি করে দিলে কী হতে পারে? তারই ব্যাখা দিয়েছে নরওয়ের নোবেল কমিটি।

25
ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার দাবি

দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন তিনি বর্তমানে নোবেল শান্তি পুরস্কারের অন্যতম দাবিদাবি। তিনি ৮টি যুদ্ধ থামিয়েছেন। কিন্তু শেষপর্যন্ত নোবেল কমিটি ট্রাম্পকে এই সম্মান দেয়নি. নোবেল শান্তু পুরস্কার তুলে দেওয়া হয়েছিল ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মাচাদোর হাতে। যদিও পুরস্কার পেয়েই তিনি তা ট্রাম্পকে উৎসর্গ করেন।

35
ট্রাম্পের হাতে পুরস্কার

ট্রাম্প ভেলেজুয়েলায় সেনা পাঠিয়ে প্রধান সস্ত্রিক নিকোলাস মাদুরোকে অপহরণ করে। তারপরই মাচাদো হোয়াইট হাউসে এসে ট্রাম্পের সঙ্গে দেখা করেন। মাদুরোকে অপহরণের জন্য কৃতজ্ঞতা জানান। সেই সঙ্গে নিজের নোবেল প্রাইস ট্রাম্পের হাতে তুলে দেন।

45
এই প্রসঙ্গে নোবেল কমিটির বিবৃতি

এই প্রসঙ্গে একটি বিবৃতি দিয়েছে নোবেল কমিটি। বিবৃতিতে বলা হয়েছে, 'পদক , ডিপ্লোমা বা পুরস্কারমূল্য - যা-ই হোক না কেন, মূল বিজয়ীর নামই কেবল নোবেল পুরস্কার প্রাপক হিসেবে ইতিহাসের পাতায় লেখা থাকবে। তিনি তাঁর পদক, ডিপ্লোমা বা অর্থ দিয়ে কী করবেন সে বিষয়ে নোবেল ফাউন্ডেশনের কোনও নিষেধাজ্ঞা নেই। তিনি সেগুলি নিজের কাছে রাখতে পারেন, কাউকে দিতে পারেন, বিক্রি করতে বা উৎসর্গ করতে পারেন। পুরস্কারটি , তাঁর সম্মান, স্বীকৃতি অবিচ্ছেদ্য ভাবে কেবল তিনি পাবেন, যাঁকে নরওয়ের নোবেল কমিটি মনোনীত করেছে।'

55
মাচাদোর পুরস্কার মূল্য

মাচাদো শুধুমাত্র নোবেল শান্তি পুরস্কারের পদকই পাননি, তিনি একই সঙ্গে ডিপ্লোমা ও পুরস্কার মূল্য হিসেবে ১১ লক্ষ ৯০ হাজার মার্কিন ডলার পেয়েছেন। যা ভারতীয় মুদ্রায় ১০ কোটি ৮০ হাজার টাকা। তবে প্রশ্ন এখনও রয়েছে, এই বিরাট অঙ্কের টাকাও কি মাচাদো ট্রাম্পের হাতে তুলে দিয়েছেন? যদিও এর উত্তর এখনও পাওয়া যায়নি।

Read more Photos on
click me!

Recommended Stories