মোদীর লাক্ষাদ্বীপ সফর নিয়ে কটাক্ষ মালদ্বীপের জনপ্রতিনিধির, বর্ণবৈষম্যের অভিযোগ তুলে বয়কটের ডাক নেটিজেনদের

Published : Jan 06, 2024, 08:04 PM IST
Maldivian ruling party member Zahid Rameez slams Modis  Lakshadweep visit and makes racist remarks against Indians bsm

সংক্ষিপ্ত

৪ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপ সফর করেছেন। তিনি সেখানের বেশ কিছু ছবি নিজের সোশ্যাল মিডিয়া শেয়ার করেছেন। দ্বীপটির নৈসর্গিক ছবি তুলে ধরে মোদী ভ্রমণপ্রেমীদের সেখানে যাওয়ার জন্য উৎসাহিত করেছেন। 

জাহিদ রামিদ, মালদ্বীপের ক্ষমতাসীন দল প্রগ্রেসিভ পার্টি অব মালদ্বীপের সদস্য। তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ সফর নিয়ে তীব্র কটাক্ষ করেন। একই সঙ্গে তিনি ভারতীয়দের বিরুদ্ধে বর্ণবৈষম্যমূলক মন্তব্যও করেন। কিন্তু একটা সময় এই জাহিদ রামিজ ভারতের নাগরিকত্ব চেয়ে আবেদন জনিয়েছিলেন। তবে মালদ্বীপের জনপ্রতিনিধির এজাতীয় মন্তব্যে ক্ষুব্ধ নেটিজেনরা।

৪ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপ সফর করেছেন। তিনি সেখানের বেশ কিছু ছবি নিজের সোশ্যাল মিডিয়া শেয়ার করেছেন। দ্বীপটির নৈসর্গিক ছবি তুলে ধরে মোদী ভ্রমণপ্রেমীদের সেখানে যাওয়ার জন্য উৎসাহিত করেছেন।

মোদীর লাক্ষাদ্বীপ সফরের ছবি শেয়ার করেছেন এক নেটিজেন। তিনি লিখেছেন, 'কী দুর্দান্ত পদক্ষেপ! এটি মালদ্বীপের নতুন চীনা পুতুল সরকারের জন্য একটি বড় ধাক্কা।' অর্থাৎ তিনি লাক্ষাদ্বীপের সঙ্গে মালদ্বীপের তুলনা করে লাক্ষাদ্বীপে পর্যটন বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তার পোস্টের প্রতিক্রিয়া জানিয়েছেন, মালদ্বীপের জনপ্রিতিনিধি জাহিদ রামিজ। তিনি বলেছেন, 'এই পদক্ষেপটি দুর্দান্ত। যাইহোক, আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার ধারণাটি ভ্রম। আমরা যে পরিষেবাটি অফার করি তা তারা কীভাবে সরবরাহ করতে পারে? কিভাবে তারা এত পরিষ্কার হতে পারে? ঘরের স্থায়ী গন্ধ সবচেয়ে বড় পতন হবে।'

 

 

মালদ্বীপের জনপ্রতিনিধির এজাতীয় মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নেটিজেনরা। তাদের কথায় মালদ্বীপ সফর বয়কট করা জরুরি। ভারতের বিরুদ্ধে বর্ণবৈষম্য মূলক মন্তব্য করা হচ্ছে বলেও অভিযোগ অনেকের।

 

 

যাইহোক অনেকেই দাবি করেছেন মালদ্বীপে গত এক বছরে নানা কারণে পর্যটকের সংখ্যা কমেছে। অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে ভারতের পর্যটকের সংখ্যা। বর্তমানে ভারতের পর্যটন অর্থনীতি তুঙ্গে বলেও দাবি করা হয়েছে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

মহাকাশে নক্ষত্রে বিরাট বিস্ফোরণ! প্রথম ক্লোজ-আপ ছবি তুললেন বিজ্ঞানীরা, দেখুন
সাত সকালে সেনাঘাঁটি লক্ষ্য করে এয়ার স্ট্রাইক, ফের সঙ্ঘাতে থাইল্যান্ড-কাম্বোডিয়া