ফের রক্তাক্ত কাবুল, এবার বিস্ফোরণ খোদ সেনা বিমানবন্দরের বাইরে-ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা

Published : Jan 01, 2023, 03:01 PM IST
blast

সংক্ষিপ্ত

আবদুল নাফি আরও জানান, তদন্ত শুরু হয়েছে। আজ সকালে কাবুল সামরিক বিমানবন্দরের বাইরে বড়সড় বিস্ফোরণ ঘটেছে, যার কারণে এলাকার বেশ কয়েকজন নাগরিক মারা গিয়েছেন ও আহত হয়েছেন। বিস্ফোরণের লক্ষ্য বা প্রকৃতি এখনও জানা যায়নি।

আফগানিস্তানের কাবুল সামরিক বিমানবন্দরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তালিবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র আবদুল নাফি বলেছেন, রবিবার সকালে সামরিক বিমানবন্দরে বিস্ফোরণটি ঘটে। ভয়াবহ বিস্ফোরণে বহু মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। আবদুল নাফি জানান, এই বিস্ফোরণে কয়েকজনের মৃত্যুও হয়েছে। তবে নিহতের সংখ্যা প্রকাশ করেননি তিনি। এর আগে বুধবার, এখানে তালুকান শহরে একই ধরনের বিস্ফোরণ ঘটে, যাতে চারজন নিহত হয়। তালেবান নিরাপত্তা কমান্ডার আবদুল মুবিন সাইফি বলেছেন, এখানে একজন কর্মীর ডেস্কের নিচে বোমা রাখা হয়েছিল।

আবদুল নাফি আরও জানান, তদন্ত শুরু হয়েছে। আজ সকালে কাবুল সামরিক বিমানবন্দরের বাইরে বড়সড় বিস্ফোরণ ঘটেছে, যার কারণে এলাকার বেশ কয়েকজন নাগরিক মারা গিয়েছেন ও আহত হয়েছেন। বিস্ফোরণের লক্ষ্য বা প্রকৃতি এখনও জানা যায়নি।

সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, কড়া সুরক্ষা বলয়ে থাকা বিমানবন্দরের সামরিক অংশের আশেপাশে সকাল ৮টার আগে একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এলাকাটি নিরাপত্তা বাহিনীর দ্বারা সিল করে দেওয়া হয়েছে এবং সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ১২ ডিসেম্বর, অজ্ঞাত বন্দুকধারীরা কাবুলে চীনা ব্যবসায়ীদের কাছে জনপ্রিয় একটি হোটেলে হামলা চালায়। বহুতল কাবুল লংগান হোটেল থেকে ধোঁয়া বের হতে দেখা যায় আগে তালেবান নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে এবং আশপাশ বন্ধ করে দেয়।

তালেবানরা ক্ষমতায় ফিরে আসার পর থেকে নিরাপত্তার উন্নতি করেছে বলে দাবি করেছে, কিন্তু সেখানে প্রচুর বোমা বিস্ফোরণ ও হামলা হয়েছে, অনেকগুলো ইসলামিক স্টেট গ্রুপের স্থানীয় শাখা এই বিস্ফোরণের পিছনে দায় স্বীকার করেছে।

PREV
click me!

Recommended Stories

LIVE NEWS UPDATE: হুমায়ুন কবীর ৮০ লক্ষ টাকা খরচ করে বাবরি মসজিদের সূচনা করবেন, ব্যবস্থা 'শাহি' ভোজের
অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ ‘রেজ বেইট’, আর কোন কোন শব্দ পেল সেরা স্থান? জানুন এক ঝলকে