মাস্কের সম্পত্তির মুল্য ছিল ৩৩৮ বিলিয়ন ডলার। বছর শেষে তা এসে দাঁড়িয়েছে ১৩২ বিলিয়ন ডলার। অর্থাৎ প্রায় ২০০ বিলিয়ন ডলার খুইয়েছেন।যা রেকর্ড গড়েছে ২০২২ এ।
সময়ের চাকা পরিবর্তন হতে থাকে সময়ের নিয়মেই। আর সেই নিয়মের বেড়াজালে পড়লেন এবার ধনকুবের এলন মাস্কও । একসময় ৩২১ বিলিয়ন মার্কিন ডলারের মালিক হয়েছিলেন তিনি। টেসলা-টুইটারের সেই মালিকই গত কয়েক মাসে খুইয়েছেন প্রায় ২০০ মিলিয়ন মার্কিন ডলার। তার এই রেকর্ড সম্পত্তি স্খলন রীতিমতো চর্চিত হচ্ছে এখন বিভিন্ন সংবাদ মাধ্যমে।
ব্লুমবার্গের বিলিনিয়র ইনডেক্সের তথ্য বলছে, ২০২১ সালের নভেম্বর মাসে মাস্কের সম্পত্তির পরিমাণ ছিল ৩৪০ বিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার মূল্য দাঁড়ায় অন্তত ২৮ লক্ষ কোটির কিছু বেশি। বিশ্বে বর্তমানে জেফ বেজসের পর মাস্কই একমাত্র ব্যক্তি, যার সম্পত্তির পরিমান ২০০ কোটি ছাড়িয়েছিল। কিন্তু গত নভেম্বর মাসের পর থেকেই টুইটার কর্তার আর উত্থান চোখে পড়েনি। বরং তাঁকে টেক্কা দেন লুই ভিতোর মালিক বের্নার্ড আর্নল্ট।
নিন্দুকেরা বলছেন, মোটা অঙ্কের টাকার বিনিময়ে টুইটারের মালিক হওয়ার পর থেকেই আর্থিক লোকসানের মুখে পড়েন মাস্ক। বিপুল ঋণ নিয়ে টুইটার কেনার পর থেকেই তাঁর সংস্থা টেসলার শেয়ার পড়ে যায় বাজারে । বিপুল হারে কমতে থাকে লাভের অঙ্কও।টেসলার শেয়ারহোল্ডাররা মনে করতে থাকেন যে এলনের কাছে টেসলার থেকে টুইটারের গুরুত্ব বেশি তাই তারা অনেকেই বিনিয়োগ বন্ধ করে দেন। আবার অনেকেই বিনিয়োগের ইচ্ছে হারিয়ে ফেলেন। ব্লুমবার্গের বিলিনিয়র ইনডেক্সে বলছে, মাস্কের সম্পত্তির মুল্য ছিল ৩৩৮ বিলিয়ন ডলার। বছর শেষে তা এসে দাঁড়িয়েছে ১৩২ বিলিয়ন ডলার। অর্থাৎ প্রায় ২০০ বিলিয়ন ডলার খুইয়েছেন।যা রেকর্ড গড়েছে ২০২২ এ।