Middle East Crisis: নেবাননে হামলার জবাব, ইজরায়েলের দিকে ৩২০টি রকেট ছুঁড়ল ইজরায়েল

Published : Aug 25, 2024, 01:15 PM IST
Middle East Crisis  Response to Lebanon Attack  Hezbollah Fires 300 Rockets at Israel bsm

সংক্ষিপ্ত

ইজরায়েলে হিজবুল্লাহর রকেট হামলার পর পরিস্থিতি আরও খারাপ হয়েছে। ইজরায়েল পাল্টা আক্রমণ চালিয়েছে এবং জরুরি অবস্থা জারি করেছে। এই আক্রমণের ফলে গাজার যুদ্ধ বন্ধের আশঙ্কা আরও বেড়েছে।

ক্রমশই পরিস্থিতি খারাপ হচ্ছে মধ্যপ্রাচ্যের। সংকটও বাড়ছে। লেবাননে একের পর এক বিমান হামলা চালিয়েছে ইজরায়েল। এই অবস্থায় গাজার যুদ্ধ বিরতি নিয়ে আশঙ্কা দেখা দিয়েছিল। সেই আশঙ্কা সত্যি হল পাল্টা হিজবুল্লাহ জঙ্গি গোষ্ঠীর রকেট হানায়। পরপর প্রায় ৩২০টি বা তারও বেশি কাতিউশা রকেট উৎক্ষেপ করে হিজবুল্লাহ। টার্গেট ছিল ইজরায়েলের প্রধান সামরিক কেন্দ্রগুলি।

এর পাল্টা জবাবও দিয়েছে ইজরায়েল। লেবাননের একাধিক পরিকাঠামোকে টার্গেট করে রকেট হামলা চালিয়েছে। ইজরায়েলের সামরিক বিভাগ রবিবার ভোরে হামলার ঘোষণা করেছে। বলেছে, ইজরায়েলি ভূখণ্ডে বড় আকারের আক্রমণের জন্য হিজবুল্লাহ প্রস্তুত। তাই তারা দেশ রক্ষার জন্য পাল্টা হামলা চালাচ্ছে। ইজরায়েল বিমান বাহিনীর ফাইটার জেটগুলি ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে। হিজবুল্লাহর অবস্থান ও গতিবিধির ওপর নজর রাখছে ইজরায়েল। ইজরায়েলের সামরিক বিভাগ জানিয়েছে, ১০০টির বেশি ফাইটার জেট দক্ষিণ লেবাননে অবস্থিত হাজার হাজার হিজবুল্লাহ রকেট লঞ্চার ব্যারেলগুলিকে ধ্বংস করেছে। এগুলি উত্তর ইজরায়েলের দিকে মুখ করে রাখা হয়েছিল। কিছু রাখা হয়েছিল মধ্য ইজরায়েলের দিকে। হিজবুলালহ ও তাদের মিত্র গোষ্ঠী ইরান গত মাসেই সামরিক কমান্ডার ফুয়াদ শুকরের হত্যার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। তারপর থেকেই মধ্যপ্রাচ্যের দেশগুলিতে উত্তেজনা বাড়ছিল।

অন্যদিকে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আজই নিরাপত্তার জন্য মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন। নেচানিয়াহুর কার্যালয় থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট আগামী ৪৮ ঘণ্টার জন্য দেশে জরুরি অবস্থা ঘোষণা। করেছেন। দেশের নাগরিকদের নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নিরাপত্তার জন্য ইজরায়েল বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দরেও সতর্কতা জারি করেছে। যার কারণে ব্যাহত হয়েছে উড়ান পরিষেবা। ইজরায়েলের পাল্টা আক্রমণের কারণে হিজবুল্লাহ আরও বড় ও মারাত্মক হামলা চালাতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

বিস্ফোরক বা মাদক আছে বলে সন্দেহ, লন্ডনে মহসিন নকভির গাড়ি তল্লাশি পুলিশের
LIVE NEWS UPDATE: 8th Pay Commission - অষ্টম বেতন কমিশন নিয়ে সরকার জানাল সাফ কথা! ২.৮৬ হারে বৃদ্ধি পেতে পারে বেতন?